কলকাতা: কেন্দ্রের বিজেপি সরকারকে ফের নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি-সিবিআই প্রসঙ্গেও এদিন তিনি কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল, যারা ব্যবস্থা নেয়। আমরা তো ব্যবস্থা নিয়েছি। পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব ছিলেন। অনুব্রত মণ্ডলের পদ বড় নাকি পার্থ চট্টোপাধ্যায়ের পদ বড়? তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে যদি তৃণমূল সাসপেন্ড করতে পারে, তাহলে অনুব্রত মণ্ডলকে কেন তৃণমূল সাসপেন্ড করতে পারবে না।
আরও পড়ুন, মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ, ঘুমের মধ্যেই মৃত্যু ৬ জনের! দিল্লিতে চাঞ্চল্যকর কাণ্ড
আরও পডুন, দূরপাল্লার ট্রেনে প্রবীণদের আপার বার্থ কেন? প্রশ্ন তুললেন সাংসদ দেব!
তিনি আরও বলেন, আপনাদের ধারনা কাউকে ইডি-সিবিআই দিল্লি নিয়ে গেলেই সাসপেন্ড করতে হবে। এমনটা কিন্তু নয়। আমাকে তো ইডি ডেকেছিল। আমাকে তাহলে সাসপেন্ড করে দিক। রাহুল গান্ধিকেও তো ডেকেছিল ইডি। তাহলে তাঁকেও সাসপেন্ড করে দিক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee