হোম /খবর /কলকাতা /
‘আমি বাজার গরম করা নেতা নই’, শুভেন্দু, হিরণকে আদালতে মামলা করার কটাক্ষ অভিষেকের

Abhishek Banerjee Challenged Suvendu Adhikari: ‘আমি বাজার গরম করা নেতা নই’, শুভেন্দু, হিরণকে আদালতে মামলা করার কটাক্ষ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছবি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছবি

Abhishek Banerjee Challenged Suvendu Adhikari ডায়মন্ড হারবারে সাংবাদিক বৈঠক থেকে এদিন আবার শুভেন্দু অধিকারীর একগুচ্ছ অভিযোগের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক৷

  • Share this:

কলকাতা: শুভেন্দু অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়কে এক ডাকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর তাতেই চড়ল রাজনীতির পারদ৷ ডায়মণ্ডবারবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বললেন, ‘‘আমি বাজার গরম করা নেতা নই৷ শুভেন্দু অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়কে আমি আদালতে মামলা করতে বলব৷’’

ডায়মন্ড হারবারে সাংবাদিক বৈঠক থেকে এদিন আবার শুভেন্দু অধিকারীর একগুচ্ছ অভিযোগের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক৷ বললেন, ‘‘ ওঁর (শুভেন্দুর) বিশ্বাসঘাতকতা ধরেছিলাম তো আমি৷ উনি বলেছিলেন, ২০১৪ সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগে আছি৷ আমি তো বলিনি এই কথাটা, উনি বলেছিলেন৷ আমার কথা নয়, ওঁর মুখ দিয়ে বেরিয়েছে৷ ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর বলছেন, আমি ছ’বছর ধরে বিজেপির সঙ্গে যোগাযোগে আছি৷’

আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!

আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!

সৌমিত্র খাঁ-কে উদ্ধৃত করে অভিষেক বলেন, ‘‘সৌমিত্র খাঁ বলেছিলেন, ২০১৯ সালের নির্বাচনেও শুভেন্দুদা আমাদের সাহায্য করেছিল৷ তার মানে কে বিশ্বাসঘাতক৷ চিহ্নিত করেছি আমি, গায়ে জ্বালা হবে৷ কিন্তু ওঁর কাছে যদি কোনও তথ্য থাকে, তা হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গিয়ে জমা দিন৷ সংবাদমাধ্যমকে দিয়ে দিতে বলব আমি৷’

শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘যখন কয়লা কেলেঙ্কারি, গরু পাচার কেলেঙ্কারি নিয়ে এত বড়বড় ভাষণ দিয়েছিল, তারিখটা ছিল ২৯ নভেম্বর৷ ডায়মন্ড হারবারের মাটি থেকে চ্যালেঞ্জ করেছিলাম৷ আজকে আড়াই বছর হয়েছে৷ আমি বলেছিলাম, কোথাও যদি প্রমাণ করতে পারে আমার জন্য কোথাও এতটুকু কালিমালিপ্ত হয়েছে বা দশ পয়সার লেনদেন হয়েছে, আমাকে ইডি-সিবিআই দিতে হবে না, আমি মৃত্যু বরণ করব৷’ এদিনও সাংবাদিক বৈঠক থেকে সেই একই চ্যালেঞ্জ দিতে দেখা গেল অভিষেককে৷

Published by:Uddalak B
First published:

Tags: Abhishek Banerjee