কলকাতা: শুভেন্দু অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়কে এক ডাকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর তাতেই চড়ল রাজনীতির পারদ৷ ডায়মণ্ডবারবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বললেন, ‘‘আমি বাজার গরম করা নেতা নই৷ শুভেন্দু অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়কে আমি আদালতে মামলা করতে বলব৷’’
ডায়মন্ড হারবারে সাংবাদিক বৈঠক থেকে এদিন আবার শুভেন্দু অধিকারীর একগুচ্ছ অভিযোগের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক৷ বললেন, ‘‘ ওঁর (শুভেন্দুর) বিশ্বাসঘাতকতা ধরেছিলাম তো আমি৷ উনি বলেছিলেন, ২০১৪ সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগে আছি৷ আমি তো বলিনি এই কথাটা, উনি বলেছিলেন৷ আমার কথা নয়, ওঁর মুখ দিয়ে বেরিয়েছে৷ ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর বলছেন, আমি ছ’বছর ধরে বিজেপির সঙ্গে যোগাযোগে আছি৷’
আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!
আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!
সৌমিত্র খাঁ-কে উদ্ধৃত করে অভিষেক বলেন, ‘‘সৌমিত্র খাঁ বলেছিলেন, ২০১৯ সালের নির্বাচনেও শুভেন্দুদা আমাদের সাহায্য করেছিল৷ তার মানে কে বিশ্বাসঘাতক৷ চিহ্নিত করেছি আমি, গায়ে জ্বালা হবে৷ কিন্তু ওঁর কাছে যদি কোনও তথ্য থাকে, তা হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গিয়ে জমা দিন৷ সংবাদমাধ্যমকে দিয়ে দিতে বলব আমি৷’
শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘যখন কয়লা কেলেঙ্কারি, গরু পাচার কেলেঙ্কারি নিয়ে এত বড়বড় ভাষণ দিয়েছিল, তারিখটা ছিল ২৯ নভেম্বর৷ ডায়মন্ড হারবারের মাটি থেকে চ্যালেঞ্জ করেছিলাম৷ আজকে আড়াই বছর হয়েছে৷ আমি বলেছিলাম, কোথাও যদি প্রমাণ করতে পারে আমার জন্য কোথাও এতটুকু কালিমালিপ্ত হয়েছে বা দশ পয়সার লেনদেন হয়েছে, আমাকে ইডি-সিবিআই দিতে হবে না, আমি মৃত্যু বরণ করব৷’ এদিনও সাংবাদিক বৈঠক থেকে সেই একই চ্যালেঞ্জ দিতে দেখা গেল অভিষেককে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee