হোম /খবর /কলকাতা /
কলকাতায় জেরা করুক ইডি, দিল্লি হাইকোর্টে আবেদন অভিষেক- রুজিরার

Abhishek Banerjee| ED: কলকাতায় জেরা করুক ইডি, দিল্লি হাইকোর্টে আবেদন অভিষেক- রুজিরার

দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক- রুজিরা৷

দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক- রুজিরা৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: দিল্লিতে নয়, আইন মেনে কলকাতাতেই তাঁদের জেরা করুক ইডি৷ এই আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee and Rujira Banerjee moves court against ED summon)৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) আইনজীবী রুপিন বহলই বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন৷ তাঁর অভিযোগ, কয়লা কাণ্ডে (Coal Scam) যে অভিযোগগুলির ভিত্তিতে অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) ইডি তলব করছে, সেগুলি সবই পশ্চিমবঙ্গের মধ্যে ঘটেছে বলে দাবি৷ তা সত্ত্বেও এই বিষয়ে দিল্লিতে অভিযোগ দায়ের করে রাজনৈতিক উদ্দেশ্যে সেখানেই অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বারংবার তলব করা হচ্ছে৷

আরও পড়ুন: আগরতলায় অভিষেকের মিছিলের অনুমতি চেয়ে ফের আবেদন তৃণমূলের, এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবীর আরও অভিযোগ, তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ তা অভিষেক বা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট ভাবে জানানো হয়নি, এমন কি তাঁদেরকে এফআইআর-এর কোনও কপিও দেওয়া হয়নি৷

গত ৬ সেপ্টেম্বর দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ প্রায় ৯ ঘণ্টা জেরা করা হয় তাঁকে৷ এর পর ফের তাঁকে একবার ইডি তলব করলেও হাজিরা দেননি অভিষেকষ আগামী সপ্তাহে ২১ সেপ্টেম্বর ফের অভিষেককে দিল্লিতে তলব করা হয়েছে৷ অভিষেকের আইনজীবীর বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায় দু'টি শিশুসন্তানের মা জেনেও দিল্লিতে ডেকে পাঠাচ্ছে ইডি৷ অথচ কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পুরোদস্তুর একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে৷

শুধু তাই নয়, এই মামলাতেই তদন্তের প্রয়োজনে আরও বেশ কয়েকজন মহিলাকে ইডি তাঁদের বাড়িতে গিয়েই জেরা করেছে বলেও মনে করিয়ে দিয়েছেন অভিষেক ও রুজিরার আইনজীবী৷

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইডি-র তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেকের আইনজীবী৷ তাঁর অভিযোগ, ভয় দেখানো, প্রতিশোধ স্পৃহা এবং মিথ্যা বদনাম করার জন্যই ইডি-কে এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে৷ বিবৃতিতে বলা হয়েছে, ইডি-র এই বেআইনি এবং একতরফা পদক্ষেপের জন্যই অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যাতে ইডি-র তলবের নোটিশকে খারিজ করে দিয়ে আইন মেনে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জেরার নির্দেশ দেয় আদালত৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Abhishek Banerjee, ED, Rujira Banerjee