#কলকাতা:দিল্লিতে অধীর চৌধুরীর বাড়িতে আক্রমণের প্রতিবাদে কলকাতায় পথে নামল কংগ্রেস। তার জেরে ভর সন্ধ্যা বেলায় বেশ কিছু ক্ষন অবরুদ্ধ থাকলেও মৌলালি মোড়।মঙ্গলবার দিল্লিতে বহরমপুর এর সংসদ তথা লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর বাড়িতে আক্রমণ করে কয়েক জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অধীর বাবু যখন সংসদে ছিলেন তখন সময় আক্রমণ হয়। অভিযোগ তার অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলপত্রও সঙ্গে নিয়ে গেছে দুষ্কৃতীরা। একইসঙ্গে সেই সময় অধীর চৌধুরীর বাড়িতে উপস্থিত নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ।তার প্রতিবাদে এদিন সন্ধ্যা বেলা সাড়ে সাতটা নাগাদ কলকাতায় প্রদেশ কংগ্রেসের দপ্তর থেকে মৌলালি মোড় পর্যন্ত মিছিল করে যুব কংগ্রেস। মৌলালি মোড় এসে তারা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে। মিছিলের নেতৃত্বে থাকা কংগ্রেস নেতা শুভঙ্ককর সরকার বলেন,' নরেন্দ্র মোদি অমিত শাহ জুটি গুজরাটের দাঙ্গা করেছিল। কদিন আগে দিল্লিতেও দাঙ্গা করেছেন। রবিবার কলকাতায় এসে অমিত শাহ সভা করলেন আর স্লোগান উঠলো গোলি মারো। এসবের বিরুদ্ধে অধীর চৌধুরী সংসদের ভিতরে সরব হচ্ছেন। তাই তাঁর বাড়িতে আক্রমণ করা হল। এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আগে কখনো ঘটেনি। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করছি। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল (বুধবার) প্রদেশ কংগ্রেসের ডাকে রাজ্যের সর্বত্র কালা দিবস পালন করা হবে।'ব্যস্ত সময় মৌলালির মতো গুরুত্বপূর্ণ জায়গায় পথ অবরোধ করায় অসুবিধায় পড়েন অফিস ফেরত নিত্যযাত্রীরা। পরে এন্টালি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
Soujan Mondal
Published by:Ananya Chakraborty
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।