#কলকাতা: দিল্লির কুর্সি দখল করতে এবার নরেন্দ্র মোদির পথই পাথেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের 'শহিদ দিবস'-এর মঞ্চ থেকেই বিজেপি-বিরোধী শক্তিকে একজোট হতে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলাফল যাই হোক না কেন, সর্বশক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছেন বিরোধীদের। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে টার্গেট করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে তৃতীয় বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ, ২৬ জুলাই রাজধানী দিল্লিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjees Delhi Visit)। ঠিক সেই সময় ট্যুইটারে তৃণমূলের নতুন প্রচার পর্ব শুরু হল হ্যাশট্যাগ 'আবকি বার দিদি সরকার' (#AbkiBaarDidiSarkar)।
২০১৪ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির হয়ে গোটা দেশ ও বিদেশেও যে ভাবে প্রচার শুরু করেছিল বিজেপি, ঠিক সেই ছন্দেই এদিন সুর বাঁধল তৃণমূল কংগ্রেস। দলের একাধিক নেতা-মন্ত্রী-বিধায়কেরা এদিন বাংলা মডেলকে গোটা দেশে চালু করার সুফল উল্লেখ করে ট্যুইটারে পোস্ট করেছেন, হ্যাশট্যাগ 'আবকি বার দিদি সরকার'। যা মমতার দিল্লি সফরের মাঝে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের প্রসার আরও বাড়িয়ে তুলতে এবং বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে এটি মোক্ষম হাতিয়ার হতে পারে বলেও মনে করছেন অনেকে। কারণ, সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল 'হাওয়া' বদলে দিতে পারে অনেক কিছুই।
মেয়ের বিয়ে দিতে যাতে অসুবিধার সম্মুখীন না হন বাবা-মা, সেই লক্ষ্যে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার টাকা বিয়ের জন্যে দেওয়া হয় পশ্চিমবঙ্গে।
গোটা দেশ কেন পাবেনা এমন সুযোগ সুবিধা।#BengalModel#AbkiBaarDidiSarkar pic.twitter.com/JBGnfSgq7A — Kanchan Mullick (AITC) (@MullickKanchan) July 26, 2021
#BengalModel#AbkiBaarDidiSarkar pic.twitter.com/mUJlUHJJ7w
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) July 26, 2021
Students of Bengal are able take loan for their graduation, Master’s degree & also for diploma courses, medicine & research work, thanks to @MamataOfficial.#BengalModel pic.twitter.com/k8HQgIreTj
— MANOJ TIWARY (@tiwarymanoj) July 26, 2021
এরই মধ্যে আবার, নেত্রীর দিল্লি সফরের আগেই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সংসদে পেগাসাস, কৃষি আইন-সহ একাধিক বিষয়ে বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। তাঁদের সেই আন্দোলন নজর কেড়েছে গোটা দেশেরও। এই পরিস্থিতিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসেও সংসদীয় রাজনীতিতে আগামীদিনের রূপরেখা তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২৮ জুলাই সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মমতা।
২৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকে বসছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের জন্য সওয়াল করবেন তিনি, কথা বলবেন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে। বিশেষত করোনা টিকা নিয়ে রাজ্যের ক্ষোভের বিষয়টি ফের ওই বৈঠকে তুলে ধরতে পারেন তিনি। এই কদিনের মধ্যে মুখ্যমন্ত্রী যেতে পারেন রাইসিনা হিলস, রাষ্ট্রপতির দরবারেও। সেখানে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিষয়গুলিও উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁর দল আদৌ লড়তে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতার দিল্লি সফরকে যেখানে বিরোধী জোটের সলতে পাকানোর প্রথম পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল, সেখানে দিলীপ এই সফরকে 'পলিটিক্যাল ট্যুরিজম', 'ক্লান্তি কাটাতে দিল্লিতে রিল্যাক্স করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী' বলে কটাক্ষ করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Narendra Modi