corona virus btn
corona virus btn
Loading

সল্টলেকের সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা, মহিলার পায়ের ওপর দিয়ে চলে গেল বাস !

সল্টলেকের সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা, মহিলার পায়ের ওপর দিয়ে চলে গেল বাস !
Representational Image
  • Share this:

#কলকাতা: সল্টলেকের সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা ৷ গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিংয়ের কাছে বাস দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক মহিলা ৷ কেবি ১৬ রুটের একটি বাস থেকে নামার পর রাস্তা পার করতে যান তিনি ৷ সে সময়েই বাস চালিয়ে দেন চালক ৷ মহিলার দুটি পায়ের উপর দিয়ে বাসটি চলে যায় ৷ গুরুতর জখম অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে ৷ বাসটিকে বাজেয়াপ্ত করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থাকার পুলিশ ৷ ড্রাইভার অবশ্য পলাতক ৷

আরও দেখুন-

First published: August 23, 2019, 2:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर