ARPITA HAZRA
#কলকাতা: বাইপাসের ধারে রহস্যজনক মৃত্যু যুবকের! ফুলবাগান থানা এলাকায় বাইপাসের সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের নিচে সার্ভিস রোডের ফুটপাতে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ | পুলিশ সূত্রের খবর, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ওই যুবকের | ওই যুবকের পরিচয় জানা যায়নি | ডান হাতে ট্যাটু আছে | যেখানে বাংলায় লেখা "মা" ও ইংরেজিতে লেখা "S" | এই ট্যাটুর ইঙ্গিত ধরে তদন্তকারীরা ওই যুবকের সম্পর্কে জানার চেষ্টা করছে |
পুলিশ সূত্রের খবর, ওই বেসরকারি হাসপাতালের পঞ্চাশ মিটার দূরত্বে সার্ভিস রোডে বেশ কয়েকটি জায়গাতে রক্তের দাগ পাওয়া গিয়েছে | হাসপাতালের ৭০ মিটার দূরে মিলেছে আরও কিছু রক্তের দাগ ও সেখানেই ফুটপাতে মিলেছে ওই যুবকের দেহ | মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ও রাস্তায় একাধিক জায়গাতে রক্তের দাগ | খুন নাকি অন্য কোনও ভাবে মৃত্যু হয়েছে খতিয়ে দেখছে তদন্তকারীরা | ওই যুবকের পরিচয় জানার জন্য ইতিমধ্যেই ছবি পাঠানো হয়েছে আশপাশের থানা গুলিতে | উল্লেখ করা হয়েছে ডান হাতের ট্যাটুর কথাও | ওই যুবকের পরিচয় জানা গেলে তদন্তের জট অনেকটাই খুলবে বলে মনে করছে পুলিশ|
ওই যুবকের সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল কিনা, সেই বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে | অনুমান, কোনও ভাবে কেউ হত্যা করার সময় ওই যুবক রক্তাক্ত অবস্থায় ছুটতে গিয়ে রাস্তায় রক্ত এদিক ওদিক পড়েছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে | খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের | তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পুরো বিষয়টা জানা যাবে| খুন নাকি অন্য কোনও কারণে এই রহস্য মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা |