হোম /খবর /কলকাতা /
ব্যারাকপুরে বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি, অথচ অক্ষত গ্যাস! তদন্তে পুলিশ....

Barrackpore blast| Bengali News: ব্যারাকপুরে বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি, অথচ অক্ষত গ্যাস! তদন্তে পুলিশ....

বিস্ফোরণস্থলে ব্যারাকপুর থানর পুলিশ।

বিস্ফোরণস্থলে ব্যারাকপুর থানর পুলিশ।

Barrackpore blast| Bengali News: স্থানীয়দের মধ্যে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনাটটি সামনে আসায়।

  • Last Updated :
  • Share this:

#অরুণ ঘোষ| ব্যারাকপুর: লক্ষ্মীপুজোর দিন কেঁপে উঠল ব্যারাকপুর‌ের একটি বাড়ি (Barrackpore blast)। বিস্ফরণের কারণ এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণে ওই বাড়িটির চাঙর খসে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর রহস্য আরও ঘণীভূত হচ্ছে কারণ বিস্ফোরণের পরেও বাড়ির গ্যাস অক্ষত রয়েছে। ঘটনায় আহত তিনজন। তাদের বিএন বসু মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনাটটি সামনে আসায়।

ব্যারাকপুর কালিয়া নিবাসে আজ সকালে একটি বাড়িতে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল বাড়ির ছাদ সহ ঘরের সমস্ত দরজা জানালার কাঁচ ফেটে যায়। ঘটনায় আহত তিনজন দুজন হসপিটালে ভর্তি। সকাল দশটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর বাড়ির মালিক নিচতলা ভাড়া দিয়েছিলেন। দুটো পরিবার থাকতো এই বাড়ির নিচের তলায়। যেই ঘরে বিস্ফোরণ ঘটেছে সেই ঘরে পাওয়া গেছে অনেকগুলো কেমিক্যালের ড্রাম।

আরও পড়ুন: কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডে ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার দম্পতি, কীভাবে যোগ? চলছে জেরা

এই ঘরটিতে একা থাকতো  সাঈই জিদাল নামক এক ব্যক্তি। প্রথমে ওই বাড়ির মালিক বলে বলে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে কিন্তু ঘরে গিয়ে দেখা যায় গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় রয়েছে তিনটি। পুলিশ দুই পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

অন্য ঘরের বাসিন্দা রাজু মল্লিক স্বীকার করেছে সে নানাবিধ রকম নেশা করত কিন্তু এই ঘটনায় তার কোনও হাত নেই। ঘরের ভেতর থেকে মদের বোতল সহ অন্য মাদকও উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ভেতরে যা কেমিক্যাল পাওয়া গেছে সেখান থেকেই এই বিস্ফোরণ। তবে প্রকৃত তথ্য উন্মোচন করতে তদন্তে নেমেছে টিটাগর থানার পুলিশ।

Published by:Arka Deb
First published: