#বসিরহাট: দো’তলার ঘরে তালাবন্দি বৃদ্ধা মা। ছেলে-বৌমা বিয়ে বাড়ি খেতে গেছেন। দু’দিন ধরে ঘরে তালা বন্দি আশি উর্দ্ধ বৃদ্ধা। এই ঘটনা বসিরহাট থানার সংগ্রামপুরের। আজ বৃদ্ধার চিৎকার শুনে বিষয়টি জানতে পারেন প্রতিবেশীরা। মই-তে চড়ে বৃদ্ধার কাছে খাওয়ার ও জল পৌঁছে দেন তাঁরা।
খবর দেওয়া হয় বসিরহাট থানায়। পুলিশ গিয়ে তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে। বাড়িতেই রয়েছেন বৃদ্ধা। মায়ারানি সর্দারের দেখভালের জন্য একজন সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। পুলিশ ও প্রতিবেশীরাই বৃদ্ধার খাওয়ার ব্যবস্থা করছেন। মায়ারানি সর্দারের ছেলে প্রণব সর্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।