corona virus btn
corona virus btn
Loading

নৃশংস! দিদির সঙ্গে অশান্তির জেরে জামাইবাবুকে কুপিয়ে, কামড়ে ঠোঁট ছিঁড়ে নিল ভাইয়েরা

নৃশংস! দিদির সঙ্গে অশান্তির জেরে জামাইবাবুকে কুপিয়ে, কামড়ে ঠোঁট ছিঁড়ে নিল ভাইয়েরা
  • Share this:

#হাবড়া: স্বামী ও স্ত্রীর  সাংসরিক অশান্তি,দুই শালা এসে জামাইবাবুকে কোপাল ৷ এখানেই শেষ নয়, রাগে ঠোঁট কামড়ে ছিঁড়ে নিল। আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনাটি হাবড়া থানার জয়গাছি ত্রিশ নম্বর রেল গেট এলাকার ঘটনা। আহত পরিমল দাসের স্ত্রী নুপুর দাস জানান গত রবিবার স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল সে সময় তার দুই ভাই দুলু সিকদার এবং নির্মল সিকদার বাড়িতে এসে তার স্বামীকে বেধরক মারধর করে এবং বটি দিয়ে কোপ ঘাড়ে কোপ দেয় এবং ঠোঁট ছিড়ে দেয়। রক্তাক্ত অবস্থায় সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে ঘাড়ে এবং ঠোঁটে মিলিয়ে একুশটি সেলাই পরে। পরবর্তীতে অবস্থা খারাপ হলে বারাসাত হাসপাতালে রেফার করা হয়। এই মুহুর্তে আশঙ্কাজনক অবস্থায় বারাসাতে চিকিৎসাধীন সে। মঙ্গলবার পরিবারের তরফে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের খোঁজে পুলিশ গিয়েছিল। অভিযুক্ত দুজনই পলাতক। তদন্তে হাবড়া থানা।

First published: November 12, 2019, 9:58 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर