মন্দারমনির জঙ্গলে গাছের ডালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার !

রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মন্দারমণি। সেই মন্দারমনির জঙ্গলের গাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরব চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব

  • Last Updated :
  • Share this:

    #মন্দারমনি: রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মন্দারমণি। সেই মন্দারমনির জঙ্গলের গাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরব চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার অন্তরগত রামচন্দ্রনগর গ্রামে। জঙ্গলের মধ্যে একটি গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।মৃতদেহের গলায় গামছা দিয়ে ঝোলানো অবস্থায় ঝুলতে দেখেতে পায় স্থানিয় লোকজন।

    থানায় খবর দেওয়া হলে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ মৃত দেহেটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃতের পায়ে ও শরিরে আঘাত এর চিন্ন রয়েছে সেই সাথে মুখে বিড়ি ও পাওয়া গাছে।

    মৃতের নাম সেতাঙ্গু মন্ডল (৪০)।মৃত যুবক লোকাল ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইট ভাটার মালিক স্বপন জানা কে মন্দারমনি থানার পুলিশ আটক করে জিঞ্জাসাবাদ করছে।

    First published:

    Tags: Dead body, Kolkata, Mandarmani