হোম /খবর /কলকাতা /
গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়, কোথায় হানা দিতে পারে ঘূর্ণিঝড়

Weather Update: গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়, কোথায় হানা দিতে পারে ঘূর্ণিঝড়, দেখুন

সাইক্লোনের পূর্বাভাস

সাইক্লোনের পূর্বাভাস

Weather Update: এই মডেল অনুযায়ী ৬ থেকে ৭ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং কিছুটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

  • Share this:

কলকাতা: সপ্তাহের শেষে নিম্নচাপ তৈরির আশঙ্কা বঙ্গোপসাগরে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি? ভারতের মৌসম ভবন এখনো পর্যন্ত সাইক্লোনিক সার্কুলেশন এর কথা বললেও সাইক্লোনের কোনও পূর্বাভাস দেয়নি। তবে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থার দাবি মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে সাইক্লোন। যার অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূল।

আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস এবং ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট বা ইসিএমডব্লিউএফ-এর মডেল অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘূর্ণিঝড় আছে পড়তে পারে বাংলাদেশ বা মায়ানমার উপকূলে।

এই মডেল অনুযায়ী ৬ থেকে ৭ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং কিছুটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এরপর এই ঘূর্ণাবর্ত ৮ থেকে ৯ মে-এর মধ্যে নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ শক্তিশালী হয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে এটি সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। ১০ থেকে ১২ মে-এর মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই ঘূর্ণিঝড় ১৪ মে থেকে ১৭ মে-এর মধ্যে বাংলাদেশ-এর চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন কুলের মাঝামাঝি কোথাও স্থলভাগে আছড়ে পড়তে পারে। সেই সময় এর গতিবেগ হতে পারে প্রায় কিলোমিটার প্রতি ঘন্টায়।

আরও পড়ুন: 'অভিমানী' আব্দুল করিম চৌধুরী নিয়ে কড়া 'নির্দেশ' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...! দলীয় 'কোন্দলে' দিলেন বিরাট বার্তা

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্ত...! কালবৈশাখী সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়! ভারী বৃষ্টি-শিলাবৃষ্টির পূর্বাভাস এই ৫ জেলায়

যদিও ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেনি। এর আগেও মে মাসে বঙ্গোপসাগরে এই ধরনের ঘুণাবর্ত থেকে ঘূর্ণিঝড় পরিণত হয়েছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলেও শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেয় না। ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত নিম্নচাপের পূর্বাভাস দিলেও ঘূর্ণিঝড় সম্পর্কে কোন পূর্বাভাস দিতে পারেনি।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে। পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেমের উপর নজর রাখা হচ্ছে পরবর্তী আপডেট সময় মতো জানানো হবে।

দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলেও তা মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। এর গতিপথ বাংলাদেশ মায়ানমার সীমান্ত হলেও এর প্রভাব পড়তে পারে পূর্ব ভারত, বাংলাদেশ এবং মায়ানমার এই তিন দেশের উপকূলে। তবে এর শক্তি কতটা বাড়াবে বা তার ওপরেই প্রভাব কতটা পড়বে তা নির্ভর করবে। এখানে উল্লেখ্য যে গত বছর ৮ মে বঙ্গোপসাগরে এই ধরনেরই সিস্টেম তৈরি হয়েছিল। আবহাওয়ার অনেক মডেল অনুসারী সেই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল। যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হয় এবং তা অন্ধ্রপ্রদেশ উপকূলে গিয়ে আঘাত হানে। দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণবাতের উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপে পরিণত হওয়ার পর তার গতিবেগ ও গতিপথ কোন দিকে হয় সেদিকেই লক্ষ্য সবার।

Published by:Uddalak B
First published:

Tags: Weather Update