#কলকাতা: প্রতিহিংসার বশেই প্রেমিকার মুখে আ্যাসিড ছোড়ার অভিযোগ ছিল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার পরেই বেপাত্তা অভিযুক্ত সৌমেন সাহাকে চার বছর পর গ্রেফতার করল পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই সাফল্য। এবার বিচার পাবেন, আশায় দমদমের আ্যসিড আক্রান্ত মহিলা।
প্রেমিক-প্রেমিকাকে প্রতি মুহূর্তে সন্দেহ করত, সঙ্গে চলত মারধর। নিরুপায় হয়ে দমদমের শেঠবাগানের সৌমেন সাহার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন প্রেমিকা। অভিযোগ, প্রতিহিংসার বশে ২০১৪ সালে প্রেমিকার মুখে আ্যাসিড ছোড়ে সৌমেন।
ঘটনার পর থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াত সৌমেন। চার বছর পুলিশে সঙ্গে লুকোচুরি খেলেও শেষরক্ষা হল না। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবার সোনারপুরের নতুন বাজার থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত সৌমেন সাহাকে। ঘটনার চার বছর পর অভিযুক্ত ধরা পড়ায় স্বস্তিতে আ্যসিড আক্রান্ত মহিলা।
পুলিশের নাগাল এড়াতে অভিযুক্ত সৌমেন সাহা ক্রমাগত ডেরা পালটাচ্ছিল। পুলিশসূত্রে খবর, বেশ কয়েক মাস সে জঙ্গলেও লুকিয়ে ছিল সে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Acidattack, ConvictedArrested, DumDum