#কলকাতা: শুধু স্থায়ী রাজ্য সরকারী কর্মচারী নয়, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বাড়ল সরকারী সুযোগ সুবিধা ৷ এবার রাজ্য সরকারের অস্থায়ী ও চুক্তির মাধ্যমে নিযুক্ত কর্মচারীদের জন্য এককালীন ভাতার পরিমাণ বাড়াল রাজ্য সরকার ৷
একলাফে বাড়তে চলেছে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা ৷ এককালীন ভাতার পরিমাণ দেড় লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ করল রাজ্য সরকার ৷ অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ৬০ বছর হলে এবার থেকে তারা ২ লক্ষ টাকা পাবেন ৷ আর ৬০ বছরের মধ্যে কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের হাতে ওই দু’লক্ষ টাকা তুলে দেওয়া হবে ৷ এই মর্মে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার ৷
এর আগে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গেই স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মূলত সিভিক ভলান্টিয়ার, আশা কর্মী, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স, এনডিএফ ও রাজ্য সরকারের অস্থায়ী কর্মীরা এই সুবিধা পাবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Contractual state government employees, Nabanna, Pension, State Government Employees