#জয়নগর: খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে। ১২ বছরের একরত্তি ছেলেটার শেষমেশ মৃত্যুই হল জয়নগরে।
জয়নগরের উত্তরপাড়া এলাকায় শুক্রবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তুষার চক্রবর্তী (১২) নামের এক ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্র I রাতভর খোঁজাখুঁজি করেও কোন হদিস না মেলায় পুলিশকে জানায় পরিবার I
এর মধ্যেই শনিবার সকালে নিখোঁজ ছাত্রের ব্যাবসায়ী বাবার মোবাইলে ৫ লক্ষ টাকা মুক্তিপণ হিসাবে চাওয়া হয়I বিষয়টি জানতে পেরেই আশেপাশের সমস্ত থানা এলাকায় নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ I
পরে মোবাইলের টাওয়ার লোকেশন ঘেটে খোঁজ মেলে ওই ছাত্রের প্রতিবেশি ভোলার নাম Iতারপর তাকে ধরে থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করা হয়। তখনই সে নিখোঁজ ছাত্রটিকে খুন করে বাগানে লুকিয়ে রাখা ও মুক্তিপণ চাওয়ার কথা স্বীকার করে নেয় ।
পুলিশ এই মুহূর্তে ছাত্রটির দেহ উদ্ধার করতে এসেছে ঘটনাস্থলে Iএদিকে ছাত্রটিকে খুন করার খবর জানাজানি হতেই এলাকায় প্রবল উত্তেজনা বেড়েছে । অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা । এই ঘটনায় আরো কয়েকজন কে আটক করে জিজ্ঞাসা বাদ করছে পুলিশ।আজ ধৃতকে বারুইপুর আদালতে তোলা হবে ।
প্রতিবেদন- অর্পন মন্ডল