#কলকাতা: রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯৫৷ মৃত্যু হয়েছে ৫ জনের৷ ১৬ জনের করোনা ভাইরাস সেরে গিয়েছে৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার তিনি জানান, করোনা ভাইরাসের জেরে একেবারে গরমের ছুটির পরে খুলবে স্কুল, কলেজ৷ তিনি জানান ১০ জুনের পরে স্কুল, কলেজ খুলবে৷
Schools in the state to remain closed till June 10: West Bengal CM Mamata Banerjee#COVID19 pic.twitter.com/ebsEI48fXf
— ANI (@ANI) April 11, 2020
মমতা জানান, লকডাউন চললেও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে সকালে ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত৷ নিয়ম মেনে খোলা যাবে বেকারিও৷ নিয়ম না-মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, 'মানবিক হয়েই লকডাউন কার্যকর হবে৷ কড়াকড়ি হবে৷ কিন্তু বাড়াবাড়ি হবে না৷ সব এলাকায় বাড়তি ব্যবস্থা ও নজরদারি চলবে৷'
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে ভিডিও কনফারেন্সে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সব মুখ্যমন্ত্রীদের৷ সেখানে বেশির ভাগ মুখ্যমন্ত্রীই মোদিকে অনুরোধ করেন, লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর জন্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও আনুষ্ঠানিক ভাবে জানাননি৷ যদিও তিনি ট্যুইট করে ইঙ্গিত দিয়েছেন, দেশবাসীর ভালোর জন্য লকডাউনের মেয়াদ বাড়ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।