#কলকাতা: বর্ষার প্রথম দিনেই কলকাতা ভেনিস! দুপুর থেকেই আকাশের মুখ ভার ছিল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! বহুদিন রাজ্যে এত বাজ পড়েনি!
আজ বিকেল ৫টা পর্যন্ত পামার ব্রিজে বৃষ্টি হয়েছে ৬২ মিমি, নিউ মার্কেটে ১৫.২৪ মিমি, বালিগঞ্জে ৮৪ মিমি, পাটুলিতে ৪৬.২৩ মিমি, জোকায় ৫৮.১৭ মিমি, আলিপুরে ১৩.৬৪ মিমি, ইএম বাইপাসে ৫২.৩২ মিমি, উল্টোডাঙায় ৪৪.২০, ধাপায় ৭৪ মিমি, চৌবাঘায় ৬৩.২৫ মিমি, বেহালায় ৫৫ মিমি ও জোড়া ব্রিজে ৫৯.৬৯ মিমি।
বৃষ্টির জেরে শহরের বেশ কয়েক জায়গায় গাছ পড়ে গিয়েছে। জলমগ্ন পার্ক সার্কাস, ইএম বাইপাস সহ কলকাতার বিভিন্ন এলাকায় ৷ ফলে, সৃষ্টি হয়েছে যানজটের!
বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। ক্রমশ উত্তর ও পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই ভারী বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 9 people died, Monsoon, Thunder Storm, Total death count, West bengal