• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বউবাজারে নিজের ভাঙা বাড়ি দেখে শোকস্তব্ধ, হার্ট অ্যাটাকে মৃত্যু বৃদ্ধার

বউবাজারে নিজের ভাঙা বাড়ি দেখে শোকস্তব্ধ, হার্ট অ্যাটাকে মৃত্যু বৃদ্ধার

Building collapse at bowbazar

Building collapse at bowbazar

ছাদ হারিয়ে হোটেলে ঠাঁই পেয়েছিলেন অঞ্জলি৷ ২/১/এ স্যাকরা পাড়া লেনের ওই বাসিন্দা ছিলেন ক্যুইন হোটেলের ১০৩ নম্বর ঘরে৷ মেট্রো প্রকল্পের জেরে স্যাকরা পাড়া লেনে তাঁর বাড়িটি ভেঙে পড়ে৷

 • Share this:

  #কলকাতা: মেট্রো প্রকল্পের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়েছে বউবাজারে৷ স্যাকরা পাড়া লেন, দুর্গাপিতুরি লেন-সহ বেশ কিছু এলাকা খালি করে বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িগুলি ভাঙা হচ্ছে৷ দীর্ঘ স্মৃতিবিজড়িত বাড়িগুলি খালি করা ও ভেঙে দেওয়া মেনে নিতে পারছেন না ক্ষতিগ্রস্থ বাড়িগুলির বাসিন্দারা৷ যার নির্যাস, দীর্ঘ স্মৃতির সম্পত্তি ভাঙার বেদনা নিতে পারলেন না ৮০ বছরের বৃদ্ধা অঞ্জলি মল্লিক৷ মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর৷

  ছাদ হারিয়ে হোটেলে ঠাঁই পেয়েছিলেন অঞ্জলি৷ ২/১/এ স্যাকরা পাড়া লেনের ওই বাসিন্দা ছিলেন ক্যুইন হোটেলের ১০৩ নম্বর ঘরে৷ মেট্রো প্রকল্পের জেরে স্যাকরা পাড়া লেনে তাঁর বাড়িটি ভেঙে পড়ে৷ গত ৪ সেপ্টেম্বর নিজের ভাঙা বাড়ি শেষবার দেখতে গিয়েছিলেন তিনি৷ সেদিনই ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন৷ ভর্তি করা হয় লেনিন সরণির জিডি হাসপাতালে৷ মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ম্যাসিভ হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা৷

  মেট্রো প্রকল্পের জেরে প্রায় প্রতিটি বাড়িতেই বড় বড় ফাটল দেখা দিয়েছে। গলির ভিতর কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। মেট্রো প্রকল্পের জেরে প্রায় প্রতিটি বাড়িতেই বড় বড় ফাটল। যে সব বাড়িগুলি ভেঙে পড়েছে ও যে বিপজ্জনক বাড়িগুলি ভাঙা হচ্ছে, সেই বাড়িগুলির বাসিন্দাদের হোটেলে রাখা হয়েছে৷

  আরও ভিডিও: বউবাজারে ভাঙা হবে ৫ বাড়ি, সোমবার বাড়ি ভাঙা শুরু

  First published: