• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার, সুভাষ সরোবর থেকে ৬ জনকে গ্রেফতার করল উইনার্স বাহিনী

মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার, সুভাষ সরোবর থেকে ৬ জনকে গ্রেফতার করল উইনার্স বাহিনী

বেলেঘাটা অঞ্চলের এই সুভাষ সরোবর মর্নিং ওয়াকারদের কাছে খুবই জনপ্রিয় জায়গা ৷

বেলেঘাটা অঞ্চলের এই সুভাষ সরোবর মর্নিং ওয়াকারদের কাছে খুবই জনপ্রিয় জায়গা ৷

বেলেঘাটা অঞ্চলের এই সুভাষ সরোবর মর্নিং ওয়াকারদের কাছে খুবই জনপ্রিয় জায়গা ৷

 • Share this:

  #কলকাতা: মহিলাদের সঙ্গে কোনওরকম অশালীন ব্যবহার নয় ! বহুদিন ধরেই শহরের নানা কোণায় ঘুরে বেড়ানো রোমিওদের উৎপাত কমাতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশের উইনার্স বাহিনী ৷ শহরের রাস্তায় উইনার্স বাহিনীদের পা পড়তেই ঘাম ছুটেছিল উত্তর থেকে দক্ষিণ ছড়িয়ে থাকা ইভটিজারদের ৷ এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি বেলেঘাটা অঞ্চলের সুভাষ সরোবরে৷ বেলেঘাটা অঞ্চলের এই সুভাষ সরোবর মর্নিং ওয়াকারদের কাছে খুবই জনপ্রিয় জায়গা ৷ সকাল-বিকেল মানুষদের বেশ ভিড় চোখে পড়ে এখানে ৷ গাছ-পালা ও বড়মাপের জলাশয়ের পার ঘেষে প্রকৃতির শোভা, এই অঞ্চলের মানুষের কাছে ফুসফুস ! তাই এরকম জায়গায় প্রেমিক-প্রেমিকারও ভিড় করে ৷ ঠিক এরকমই পরিস্থিতিতে এই সরোবরেও আনাগোণা ঘটে ইভটিজারদের ৷ সেরকমই ৬ জন ইভটিজারকে মঙ্গলবার সরোবর থেকে হাতে নাতে পাকড়াও করল কলকাতা পুলিশের উইনার্স বাহিনী ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ লুকিয়ে মহিলাদের ছবি তুলেছে এবং কু-রুচিকর মন্তব্য করেছে ৷

  রিপোর্ট : সুকান্ত মুখোপাধ্যায়

  Published by:Akash Misra
  First published: