কলকাতা: এসএসসির চাকরির উপর আস্থা হারাচ্ছে চাকরিপ্রার্থীরা? গ্রুপ সি-এর কাউন্সিলিংয়ে হাজির হল না প্রায় পঞ্চাশ শতাংশ চাকরি প্রার্থী। যা নিয়ে চিন্তিত কমিশনের আধিকারিকরাও। আজ গ্রুপ সি-এর প্রথম দফার কাউন্সেলিং এর জন্য ১০০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছিল। কমিশন সূত্রে খবর ৫৫ জন এ দিনের কাউন্সেলিং এ উপস্থিত হন।
৪৫ জন অনুপস্থিত থাকে এ দিনের কাউন্সেলিং পর্বে। কী কারনে এত অনুপস্থিতি তার কারণও বিশ্লেষণ করতে চায় এসএসসি। একাংশের ধারণা যেহেতু এটা প্রায় আট বছর আগে নিয়োগ প্রক্রিয়া তাই অনেকেই অন্যান্য জায়গায় চাকরি পেয়েছেন। আবার অনেকেই এসএসসি-র উপর আস্থা রাখতে চাইছেন না চাকরির জন্য। তার জন্যই এত শতাংশ প্রার্থীর অনুপস্থিতি। আগামী দিনে আরও কয়েক দফা কাউন্সিলিং করবে গ্রুপ সি-র চাকরির জন্য। সেক্ষেত্রে এই ট্রেন্ড চলতে থাকলে অর্ধেক শূন্যপদ ফাঁকাই থেকে যাবে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা।
আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস
আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!
এ দিকে অন্য নিয়োগ প্রক্রিয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যের সব জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বার দশম পর্যায়ে থেকে পঞ্চদশ পর্যায়ে পর্যন্ত ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ছয় দফাতে যে জেলাগুলির ইন্টারভিউ নেওয়ার বাকি ছিল প্রত্যেকটি জেলার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দেওয়া হচ্ছে।
১২ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত দশম পর্যায়ে থেকে পঞ্চদশ পর্যায়ে পর্যন্ত চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মালদহ, মুশিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া, এই ছয় জেলার নেওয়া হবে আবেদনকারীদের ইন্টারভিউ। এই ছয় জেলার আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়ার পর আর কোনও জেলার আবেদনকারীদের ইন্টারভিউ নেবার বাকি থাকবে না। সে ক্ষেত্রে মে মাসের মধ্যেই গোটা নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বের করে দেবে পর্ষদ? জল্পনা চরমে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SSC Recruitment