#হাওড়া: তৃতীয় দফার লকডাউনে অনেকেই আর্থিক ভাবে ধরাশায়ী। লকডাউনে পেটের জ্বালা মেটাতে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে বহুজনকে। আর তাঁদের অনেকেরই ভরসা অনিল শর্মা ও সুমিত অগরবাল।তাঁদের সৌজন্যেই পেটভরে খাবার পাচ্ছেন ৫০০ ফুটপাথবাসী।
হাওড়া স্টেশনের কাছে, প্রতিদিন রাত ন'টা নাগাদ ডাল,ভাত ও মিষ্টি দেওয়া হচ্ছে ৫০০ জন ফুটপাতবাসীদের। প্রতিদিন অনেকেই অনিল ও সুমিতবাবুর ডাকে সাড়া দিয়ে খাবার নিয়ে আসছেন।
রবিবার তৃতীয় দফার লকডাউন শেষ করে সোমবার থেকে চতুর্থ দফার লকডাউন শুরু। ৫০ দিন পার করে গেল এই লকডাউন। সেই উপলক্ষ্যে এদিন সবার পাতে জুটল বাড়তি মিষ্টি। রবিবারের আনন্দ যেন ডবল হয়ে গেল রাকেশ, ছোট্টু, মোহিতের। অনেকেই পেট পুরে খেয়ে গানের সুরে বলল, আজ দিনের শেষটা গেল বেশ, কাল হয়তো বাঁচার কাজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Lockdown