• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ম্যানেজারের মাথায় রিভলভর ঠেকিয়ে লুঠ ৩০ কেজির সোনা

ম্যানেজারের মাথায় রিভলভর ঠেকিয়ে লুঠ ৩০ কেজির সোনা

ম্যানেজারের মাথায় রিভলভর ঠেকিয়ে ত্রিশ কেজির সোনার গয়না লুঠ ডানলপে। শুক্রবার সকালে ডানলপ ব্রিজের কাছে ঋণদানকারী এক সংস্থায় এই ঘটনা ঘটে।

ম্যানেজারের মাথায় রিভলভর ঠেকিয়ে ত্রিশ কেজির সোনার গয়না লুঠ ডানলপে। শুক্রবার সকালে ডানলপ ব্রিজের কাছে ঋণদানকারী এক সংস্থায় এই ঘটনা ঘটে।

ম্যানেজারের মাথায় রিভলভর ঠেকিয়ে ত্রিশ কেজির সোনার গয়না লুঠ ডানলপে। শুক্রবার সকালে ডানলপ ব্রিজের কাছে ঋণদানকারী এক সংস্থায় এই ঘটনা ঘটে।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: ম্যানেজারের মাথায় রিভলভর ঠেকিয়ে ত্রিশ কেজির সোনার গয়না লুঠ ডানলপে।  শুক্রবার সকালে ডানলপ ব্রিজের কাছে ঋণদানকারী এক সংস্থায় এই ঘটনা ঘটে।  সংস্থার খোলার পরই চার দুষ্কৃতী সংস্থার অফিসে ঢুকে অবাধে লুঠপাট চালায়।  লুঠ হওয়া গয়নার আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা ।  ঘটনার তদন্তে সিআইডির পাঁচ সদস্যের সিআইডি দল।  সংস্থার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সংস্থার দুই কর্মীকে । ডানলপ ব্রিজের কাছে ঋণদানকারী সংস্থার অফিস তখন সবে খুলেছে। লোকজনও বিশেষ নেই। ম্যানেজার আর মাত্র একজন আছেন অফিসে। বাইকে করে চারজন এসে নামে অফিসের সামনে। সংস্থার অফিসে ঢোকে চার যুবক।  তিনজনের মুখ ঢাকা হেলমেটে। আরেকজনের মুখ রুমাল দিয়ে বাধা। কেউ কিছু বোঝার আগেই ম্যানেজারের ঘরে ঢুকে পড়ে তারা।  ম্যানেজারের মাথায় রিভলভর ঠেকিয়ে জোর করে ভল্ট খুলে চলে অবাধে লুঠপাট।  প্রায় ত্রিশ কেজির সোনার গয়না লুঠ করে চম্পট দেয় চারজন। লুঠ হওয়া সোনার গয়নার বাজারদর প্রায় আট কোটি টাকা। ঘটনাস্থলে আসে বরাহনগর থানার পুলিশ ও  বারাকপুর কমিশনারেটের পুলিশকর্তারা। ঘটনার তদন্তে নামে পাঁচ সদস্যের সিআইডি দল।  খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সংস্থার দুই কর্মীকে। সংস্থার অফিসের সামনে রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অফিসের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা কয়েকজন লরির খালাসির সঙ্গেও।

  First published: