#কলকাতা: পুলিশের জালে কলকাতায় ‘ম্যাজিক মাশরুম মাদক’-এর কারবার ! শহরের বিভিন্ন অংশ থেকে এই মাদক কারবারে গ্রেফতার ৩ ৷ বিটকয়েনের মাধ্যমে মাদক পাচারের অভিযোগ উঠেছে ৷ পড়ুয়াদেরও এই মাদক বিক্রি করা হত বলে জানা গিয়েছে ৷
আলিপুরে গ্রেফতার বিবেক শর্মা নামের এক ব্যক্তি ৷ তার কাছে উদ্ধার ২.৪৯ গ্রাম ‘ম্যাজিক মাশরুম’ উদ্ধার হয়েছে ৷ তাকে জেরা করেই আরও ২ জনের হদিশ পাওয়া গিয়েছে ৷ গ্রেফতার ঋষভ শর্মা ও দীপ চক্রবর্তী নামে আরও দুই অভিযুক্ত ৷ তিন জনকেই গ্রেফতার করেছে নারকোটিক বিভাগের অফিসাররা ৷ ধৃত দীপ চক্রবর্তী পেশায় ডিজে বলে জানা গিয়েছে ৷ আজ, রবিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয় ৷ ধৃতদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷
এশিয়ার বিভিন্ন দেশে এই মাদক মাশরুম চাষ করা হয় ৷ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশেও এর চাষ হয় ৷ এদেশে কোদাইকানাল ও উটিতে এই মাদকের চাষ হয় ৷ মাখন, চকোলেটের সঙ্গে খাওয়া যায় এই মাশরুম ৷ কলকাতায় কোনও রেভ পার্টিতে এই মাদক বিক্রির ছক ছিল ধৃতদের বলে অনুমান পুলিশের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drugs Smuggling case, Drugs Supply in Kolkata, Magic Mushroom, Mushroom Drugs