corona virus btn
corona virus btn
Loading

আইএমএম লখনউয়ে বাঙালি ছাত্রের রহস্যমৃত্যু

আইএমএম লখনউয়ে বাঙালি ছাত্রের রহস্যমৃত্যু
Soham Mukherjee

আইএমএম লখনউয়ে বাঙালি ছাত্রের রহস্যমৃত্যু

  • Share this:

 #কলকাতা: লখনউয়ের আইআইএমে রহস্যজনকভাবে মৃত্যু হল কলকাতার বাসিন্দা এক ছাত্রের । ১৫ নভেম্বর অর্থাৎ বুধবার হস্টেলের ঘরের ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পড়ুয়া সোহম মুখোপাধ্যায়ের দেহ ৷

সোহম কলকাতার লেক গার্ডেন এলাকার বাসিন্দা। গুয়াহাটি আইআইটি থেকে গ্র্যাজুয়েশনের পর কয়েকবছর একটি বহুজাতিক সংস্থায় কাজ করেছেন তিনি ৷ গতবছরই লখনউয়ে আইআইএমে পড়তে যান তিনি।

কলেজ সূত্রে খবর, ১২ নভেম্বর থেকে তিনি ক্লাসে যাচ্ছিলেন না। কোনও সহপাঠীর ফোনও ধরছিলেন না। হস্টেলের বাকি পড়ুয়ারা জানিয়েছেন, সোহমের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙা হয় ৷

পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদে আত্মঘাতী হয়েছেন সোহম। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ছাত্রের মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছে আইআইএম কর্তৃপক্ষ।

First published: November 16, 2017, 12:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर