#কলকাতা: মোবাইলে এক হাতে চলছিল ভিডিও কলিং৷ অন্য হাতে ছিল স্টিয়ারিং৷ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি৷ আহত ২ কলেজ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে নিউটাউনের তিনকন্যা মোড়ে৷
জানা গিয়েছে, আজ অর্থাত্ সোমবার সন্ধ্যায় ২ কলেজ পড়ুয়াই মদ্যপ অবস্থায় প্রচণ্ড গতিবেগে গাড়ি চালাচ্ছিল৷ গাড়ি চালাতে চালাতে তারা ভিডিও করছিল৷ চালকের এক হাতে ছিল মোবাইলে চলছিল ভিডিও কলিং৷ কথা বলতে বলতেই হঠাত্ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়৷
ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়৷