Home /News /kolkata /
বাবা, তুমি বড্ড স্পেশাল ! ফাদার্স ডে তে আবারও বলি, তুমিই আমার হিরো !

বাবা, তুমি বড্ড স্পেশাল ! ফাদার্স ডে তে আবারও বলি, তুমিই আমার হিরো !

Photo : Google

Photo : Google

বিশ্বব্যাপী বাবাদের উৎসর্গ করা হয়েছে ১৭ই জুলাই, ফাদার্স ডে হিসেবে ৷ শুরুটা হয় ১৯০৮-এ পশ্চিম ভার্জিনিয়ায় ৷

 • Share this:

  #কলকাতা: প্রিয় হিরো কে? বয়সের সঙ্গে সঙ্গে পাল্টায় পছন্দ ৷ তাই কখনও রোমান্টিক হিরো তো কখনও অ্যাকশন হিরোই হয়ে ওঠে আমাদের প্রিয় ৷ কিন্তু আজীবন যিনি আমাদের নজরে থাকেন সবথেকে বড় হিরো হিসেবে, তিনি বাবা ছাড়া আর কে ? বাবা, সেই পুরুষ যার মধ্যে সন্তানরা খুঁজে পায় নিজেদের জীবন দর্শন ৷ ছোট থেকে বাবার লক্ষ্য পথ ধরেই শুরু আমাদের যাত্রা ৷ জীবন যুদ্ধে জিততে শেখান বাবা, কাঁধে কাঁধ মিলিয়ে তিনিই লড়েন আমাদের সঙ্গে ৷ সেই বাবা-দের জন্যই বেছে নেওয়া হয়েছে আজকের দিনটা ৷

  আরও পড়ুন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ! হিন্দু মহিলার কিডনিতে বাঁচলেন ইকরাম

  বিশ্বব্যাপী বাবাদের উৎসর্গ করা হয়েছে ১৭ই জুলাই, ফাদার্স ডে হিসেবে ৷ শুরুটা হয় ১৯০৮-এ পশ্চিম ভার্জিনিয়ায় ৷ খনি বিস্ফোরণে মৃত প্রায় ২০০ জন বাবার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করে স্থানীয় চার্চ ৷ সেই থেকেই শুরু ৷ একপর একে একে সামিল হয়েছে বিভিন্ন দেশ ৷

  আরও পড়ুন শিশুকে দেখেই লাফিয়ে উঠল ভালুক, তারপর... দেখুন ভাইরাল ভিডিও

  আজ ফাদার্স ডের জন্য গুগল ডুডলে-ও রয়েছে বিশেষ নকশা ৷ হঠাৎ দেখলে মনে হবে বিভিন্ন বয়সের হাতের ছাপ ৷ তবে একটু নজর দিলেই ধরা পড়বে ছোট থেকে বড় ডায়নোসর ৷ বাবা ডায়নোসরের সঙ্গে রয়েছে খুদেরা এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বাবা পথ দেখাচ্ছেন  পরিবারের অন্যান্যদের ৷ জীবনের প্রতিটি পদক্ষেপে যেই বাবা আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন, তার জন্যই উদযাপিত হোক আজকের দিনটি ৷ হ্যাপি ফাদার্স ডে ৷

  সেলিব্রিটিদের পোস্টেও ভরেছে সোশ্যাল মিডিয়া ৷ এক ঝলকে দেখে নিন সেই পোস্ট .....

  Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter
  First published:

  Tags: Fathers Day

  পরবর্তী খবর