#কলকাতা: সোমবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট । সকাল দশটায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করা হয়। ১১ টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল।
এবছর ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীর হার ৬.২৬ শতাংশ বেশি ৷ পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল ১৩ মার্চ ৷ ৭৪ দিনের মাথায় প্রকাশিত ফল ৷ এবছর মোট পাশের হার ৮৬.২৯%৷ ছেলেদের পাশের হার ৮৭.৪৪% ৷ মেয়েদের পাশের হার ৮৫.৩০% ৷
এবছর মেরিট লিস্টে নাম রয়েছে ১৩৭ জন পরীক্ষার্থী যা এখনও পর্যন্ত একটি রেকর্ড ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।