Home /News /kolkata /
পঞ্চায়েত হিংসায় বলির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

পঞ্চায়েত হিংসায় বলির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

পঞ্চায়েত হিংসায় বলির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩

 • Share this:

  #কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে কুপিয়ে গুলি করে খুন করা হল নির্দল সমর্থককে। মৃতের নাম খোকন বৈদ্য। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুপুরে ভোটকে কেন্দ্র করে শুরু হয় গন্ডগোল, বোমাবাজি। ভোটের লাইনে ছিলেন খোকন। তারপর থেকেই তাঁকে আর খঁজে পাওয়া যায় না। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে খোকনের পরিবার। সন্ধ্যায় খোকনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।

  হাবরায় ভোটের বলি ১ তৃণমূল কর্মী। বাণীপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত তৃণমূলের উজ্জ্বল শূর। সংঘর্ষে জখম হন আরও ২ জন।

  রায়গঞ্জে ১ তৃণমূল সমর্থকের মৃত্যু। মারাইকুড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ব্যক্তির। মৃতের নাম অমৃত সাহা। সকালে ২৩৯ নং বুথে দুষ্কৃতীদের হামলা হয়।  গুলিবিদ্ধ হন অমৃত সাহা। অমৃতকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান অমৃত সাহা।

  ভোটে উত্তপ্ত নন্দীগ্রাম ৷ গোপালপুর ৪০ নম্বর বুথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই সিপিএম সমর্থকের ৷ নিহত দুই সিপিএম সমর্থকের নাম অপু মান্না, যোগেশ্বর ঘোষ ৷ ভোট চলাকালিন গণ্ডগোল শুরু হয় ৷ শাসক এবং বিরোধী দলে সংঘর্ষ শুরু হয় ৷ বুথ দখলে শুরু হয় বোমা গুলিও৷

  দক্ষিণ দিনাজপুরেও মৃত্যু হয়েছে শাসক দলের এক সমর্থকের ৷ এক্ষেত্রেও অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে ৷ তপন ঘোষ নামে ওই সমর্থক বোমার আঘাতে মৃত্যু হয়েছে ৷

  কোচবিহারে বিজেপি কর্মী দুলাল ভৌমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ৷ অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে ৷

  নদিয়ার তেহট্টেতেও খুন হয়েছেন এক তৃণমূল কর্মী ৷ নিহতের নাম তয়বুর গাইন ৷

  কুশমণ্ডির কাটাবাড়িতে গুলিতে মৃত্যু এক যুবকের ৷ মৃত যুবকের নাম বিশু টুডু ৷ বিজেপি কর্মী বিশুর বুকে গুলি লাগে ৷ গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

  সকাল ৭ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব ৷ কিন্তু ভোটগ্রহণ পর্বের সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের নওদার বিভিন্ন বুথে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ৷ ওয়ান শটার, পিস্তল নিয়ে দুষ্কৃতীরা বুথের আশেপাশে ঘুরে বেরাচ্ছে বলে অভিযোগ ৷ মুর্শিদাবাদের নওদায় নির্দল সমর্থককে গুলি খুনের অভিযোগ উঠল ৷ আমতলার পাটকেবাড়িতে খুন করা হয়েছে তাকে ৷ অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধেই ৷ নিহতের নাম শায়েদ শেখ ৷

  নাকাশিপাড়ায় খুন করা হয় তৃণমূল কর্মীকে ৷ বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী ৷ অভিযোগ সিপিএমের বিরুদ্ধে ৷ নিহত ব্য়ক্তির নাম আনসার শেখ ৷

  আমডাঙায় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক সিপিএম কর্মীর ৷ বোমা নিয়ে যাওয়ার সময়ে বোমা ফেটে মৃত্যু হয়েছে তার ৷ মৃত সিপিএম কর্মীর নাম তৈমুর ৷ সিপিএম কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন কমিশন। সরকারের দেওয়া কোন আশ্বাসই কাজ করছে না। ঘনিষ্ঠ মহলে হতাশা প্রকাশ করলেন নির্বাচন কমিশনার অমেরন্দ্র সিং ৷ আমডাঙ্গার মৃত্যু নিয়ে রিপোর্ট চাইল কমিশন ৷

  অপরদিকে, কুলতলির মেরিগঞ্জে টিএমসি এবং এসইউসি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চরমে ৷ মৃত টিএমসি সমর্থকের নাম আরিফ আলি গাজি ৷ গুলি করে খুন করা হয়েছে তাকে ৷ এমনটাই দাবি শাসকদের ৷ অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে ৷

  বেলডাঙার সুজাপুরে বিজেপি কর্মী তপন মণ্ডল খুন ৷ বোমার আঘাতে খুন বিজেপি কর্মী ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে ৷

  শান্তিপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জিত প্রামাণিক ৷ দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ একইসঙ্গে ৩ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ হাসপাতালে মৃত্যু হয় সঞ্জিত প্রামাণিকের ৷ বাকিরা শান্তিপুর স্টেট জেনারেলে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে ৷ বিজেপি এবং সিপিএমের যৌথ হামলাতেই মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর ৷

  ভোটে উত্তপ্ত নন্দীগ্রাম ৷ গোপালপুর ৪০ নম্বর বুথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই সিপিএম সমর্থকের ৷ নিহত দুই সিপিএম সমর্থকের নাম অপু মান্না, যোগেশ্বর ঘোষ ৷ ভোট চলাকালিন গণ্ডগোল শুরু হয় ৷ শাসক এবং বিরোধী দলে সংঘর্ষ শুরু হয় ৷ বুথ দখলে শুরু হয় বোমা গুলিও৷

  দক্ষিণ দিনাজপুরেও মৃত্যু হয়েছে শাসক দলের এক সমর্থকের ৷ এক্ষেত্রেও অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে ৷ তপন ঘোষ নামে ওই সমর্থক বোমার আঘাতে মৃত্যু হয়েছে ৷

  কোচবিহারে বিজেপি কর্মী দুলাল ভৌমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ৷ অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে ৷

  নদিয়ার তেহট্টেতেও খুন হয়েছেন এক তৃণমূল কর্মী ৷ নিহতের নাম তয়বুর গাইন ৷

  কুশমণ্ডির কাটাবাড়িতে গুলিতে মৃত্যু এক যুবকের ৷ মৃত যুবকের নাম বিশু টুডু ৷ বিজেপি কর্মী বিশুর বুকে গুলি লাগে ৷ গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

  সকাল ৭ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব ৷ কিন্তু ভোটগ্রহণ পর্বের সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের নওদার বিভিন্ন বুথে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ৷ ওয়ান শটার, পিস্তল নিয়ে দুষ্কৃতীরা বুথের আশেপাশে ঘুরে বেরাচ্ছে বলে অভিযোগ ৷ মুর্শিদাবাদের নওদায় নির্দল সমর্থককে গুলি খুনের অভিযোগ উঠল ৷ আমতলার পাটকেবাড়িতে খুন করা হয়েছে তাকে ৷ অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধেই ৷ নিহতের নাম শায়েদ শেখ ৷

  নাকাশিপাড়ায় খুন করা হয় তৃণমূল কর্মীকে ৷ বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী ৷ অভিযোগ সিপিএমের বিরুদ্ধে ৷ নিহত ব্য়ক্তির নাম আনসার শেখ ৷

  আমডাঙায় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক সিপিএম কর্মীর ৷ বোমা নিয়ে যাওয়ার সময়ে বোমা ফেটে মৃত্যু হয়েছে তার ৷ মৃত সিপিএম কর্মীর নাম তৈমুর ৷ সিপিএম কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন কমিশন। সরকারের দেওয়া কোন আশ্বাসই কাজ করছে না। ঘনিষ্ঠ মহলে হতাশা প্রকাশ করলেন নির্বাচন কমিশনার অমেরন্দ্র সিং ৷ আমডাঙ্গার মৃত্যু নিয়ে রিপোর্ট চাইল কমিশন ৷

  অপরদিকে, কুলতলির মেরিগঞ্জে টিএমসি এবং এসইউসি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চরমে ৷ মৃত টিএমসি সমর্থকের নাম আরিফ আলি গাজি ৷ গুলি করে খুন করা হয়েছে তাকে ৷ এমনটাই দাবি শাসকদের ৷ অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে ৷

  বেলডাঙার সুজাপুরে বিজেপি কর্মী তপন মণ্ডল খুন ৷ বোমার আঘাতে খুন বিজেপি কর্মী ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে ৷

  শান্তিপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জিত প্রামাণিক ৷ দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ একইসঙ্গে ৩ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ হাসপাতালে মৃত্যু হয় সঞ্জিত প্রামাণিকের ৷ বাকিরা শান্তিপুর স্টেট জেনারেলে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে ৷ বিজেপি এবং সিপিএমের যৌথ হামলাতেই মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর ৷

  First published:

  Tags: Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮

  পরবর্তী খবর