#কলকাতা: কয়েক দিন আগেই রাজ্যের শিক্ষা দফতর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার বৈঠকে কড়া বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, পাশ ফেলের দাবিতে কথায় কথায়. কলেজ গেটে আন্দোলন বরদাস্ত করা হবে না৷ এবং ছাত্র সংগঠনে কোনও অছাত্র থাকা যাবে না৷ কলেজ ছাত্র বা ছাত্রী হলে তবেই সংগঠনে থাকতে পারবেন৷ একই সঙ্গে শিক্ষামন্ত্রীর বার্তা, উপস্থিতি কম থাকলে সেমিস্টারে ১০ নম্বর কমবে৷ কথায় কথায় অধ্যক্ষ ঘেরাও চলবে না৷
আরও ভিডিয়ো: ৭৫% হাজিরা বাধ্যতামূলক, কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Education Minister, Partho Chatterjee, West Bengal Colleges, পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী