#কলকাতা: শনিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন নরেন্দ্র মোদি৷ কেন্দ্র এই দিনটিকে 'পরাক্রম দিবস' হিসাবে ঘোষণা করেছেন৷ অসমের জোরহাটের রাওরিয়া বিমানবন্দর থেকে 'এয়ার ইন্ডিয়া ওয়ান' (মোদির জন্য বানানো বিশেষ বিমান) ধরে দমদম বিমানবন্দের নামেন তিনি৷
মোদি এরপর যখন 'এয়ারস্টেয়ার'-এ(বিমান থেকে নামার জন্য যে কৃত্তিম সিঁড়ির ব্যবস্থা থাকে) পা রাখেন, তখনই চিত্রগ্রাহক ছবি তোলেন৷ মোদি সেই ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, "নেতাজি বোসকে শ্রদ্ধার্ঘ জানাতে কলকাতায় এলাম৷" আর এই ছবিই ফেসবুকে পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে পেয়ে যায় ১ মিলিয়ন (১০ লক্ষ) লাইক৷ যা রেকর্ড৷
Reached Kolkata to pay tributes to Netaji Bose.Posted by Narendra Modi on Saturday, 23 January 2021
জাতীয় গ্রন্থাগার কলকাতার অন্যতম একটি দর্শনীয় স্থান। জাতীয় গ্রন্থাগারে আমি #ParakramDivas উপলক্ষ্যে শিল্পী, গবেষক সহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছি। নেতাজী সুভাষ বসুর ১২৫তম জন্মদিন সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে। pic.twitter.com/AqtsoHX8Vh
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
Some glimpses from the programme at Victoria Memorial. #ParakramDivas pic.twitter.com/rBmhawJAwA
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
ভিক্টোরিয়ায় নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানের শুরুতেই তাল কেটেছিল৷ মঞ্চে ঘোষক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জয় শ্রীরাম ধ্বনি ওঠে দর্শকমহল থেকে। বক্তব্য রাখার আগেই জয় শ্রীরাম ধ্বনি শুনে অপমানিত বোধ করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ স্বরূপ জানিয়ে দেন তিনি কোনও বক্তব্য রাখবেন না। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস৷