#কলকাতা: এবছরের মতো পুজো শেষ। ত্রয়োদশীতে কার্নিভাল ফেরত প্রতিমার বিসর্জন বাবুঘাট-বাঁজা কদমতলা ঘাটে। গঙ্গা দূষণ ঠেকাতে তৎপর কলকাতা পুরসভা। ভাসানের পরই ঘাট পরিষ্কারে নজরদারি।
রেড রোডে মেগা কার্নিভালের পর গঙ্গার ঘাটে বিসর্জন। শহরের বড় বড় বারোয়ারি পুজোর বিসর্জন হল মঙ্গলবার রাতে। প্রতিমা নিরঞ্জনের জেরে কোনওভাবেই যাতে গঙ্গা দূষিত হতে না পারে, সেদিকে তৎপর কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ।
একটার পর একটা প্রতিমা নিরঞ্জনের পরই ভাসান কুলিদের মাধ্যমে দ্রুততার সঙ্গে শুরু ঘাট পরিষ্কারের কাজ। বাঁজাকদমতলা ঘাটে গঙ্গা থেকে কাঠামো তুলে দেওয়া হয় পুরসভার লরিতে। ঘাট পরিষ্কারে কাজ করে বেশ কয়েকটি ক্রেন ও জেসিবি।