Football World Cup 2018

বিহারে সাংবাদিককে গুলি করে খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Jan 04, 2017 07:36 PM IST
বিহারে সাংবাদিককে গুলি করে খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Jan 04, 2017 07:36 PM IST

#পটনা: ফের বিহারে সাংবাদিক খুন ৷ বিহারের সমস্তিপুরের সালখানি গ্রামে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয় এক সাংবাদিকের ৷ মৃত ব্যক্তি হিন্দি দৈনিকের সাংবাদিক ব্রজ কুমার সিংহ ৷ প্রায় পাঁচ-ছ’জনের এক দুষ্কৃতি দল তার উপর হামলা চালায় ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিকের ৷ এর আগেও বিহারে দুষ্কৃতিদের হাতে মৃত্যু হয় বেশ কয়েকজন সাংবাদিকের ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ তদন্তে ব্রজ কুমারের মৃত্যুর পিছনে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ৷

জানা গিয়েছে ব্রজরা তিন ভাই ৷ বড় ভাই সিপিএমের নেতা ও ছোট ভাই কিশোর কমল জেডিইউ-য়ের নেতা ৷ ভাইয়েদের মধ্যে কোনও বিবাদ হলে ব্রজ বড় ভাইয়ের পক্ষেই থাকতেন ৷ ভাইয়েদের মধ্যে মতভেদ লেগেই ছিল ৷ এর জেরে বেশ কয়েকবার তাদের পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে হয়েছে ৷ পারিবারিক বিবাদের জেরে ছোট ভাই তার হত্যা করিছে বলে অনুমান করা হচ্ছে ৷ তবে এখনও কোনও কিছু স্পষ্ট নয় ৷ পুলিশ আসল অপরাধীকে ধরার জন্য তদন্ত শুরু করেছে ৷

মৃত সাংবাদিকের একটি একটি ইঁটভাটাও রয়েছে। ঘটনার দিন  ইঁটভাটার শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় তার উপর আচমকা হামলা করা হয় ৷

এর আগে ২০১৬ সালে বিহারের হিন্দি দৈনিক 'হিন্দুস্তান'-এর একজন সিনিয়র সাংবাদিক রাজদেও রঞ্জনকেও হত্যা করা হয় । মে মাসের ১৩ তারিখ বাইকে করে যাওয়ার সময় বন্দুকধারী কয়েকজন দুষ্কৃতি এসে আচমকাই গুলি চালায় তাঁর ওপর। পাঁচবার গুলি চালানো হয়েছিল বলে সূত্রের খবর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

First published: 07:36:53 PM Jan 04, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर