কলকাতা: একদিকে যখন লাগাতার নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে বিরোধীরা বার বার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ বাড়াচ্ছে ঠিক তখন অন্যদিকে এবার পাল্টা চাপের কৌশল নিল তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে আন্দোলন করছে বামেরাও।আর বামেদের সময় নিয়োগকে কেন্দ্র করেই তদন্ত চাইলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও কয়েকজন সাংসদদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দেন "১৯৯০ সালের পর থেকে চিরকুটে চাকরি কারা পেয়েছেন তাদের তালিকা তৈরি করতে।" বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন "ওরা নিয়োগ দুর্নীতির নিয়ে আন্দোলন করছে। ওদের সময়কার নিয়োগে কি হয়েছিল সেটিও সামনে আসা দরকার।"
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি রাজনৈতিক ও প্রশাসনিক সভা থেকে বামেদের সময় চিরকুটে চাকরি হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন। যদিও সেই অভিযোগের পাল্টা অভিযোগও তুলেছে বামেরা। তবে এদিন তৃণমূলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও চিরকুটে চাকরির তালিকার তদন্ত নিয়ে পাল্টা সরব হয়েছেন বামেরাও।
বিশেষত তখন যখন নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক ঘটনাকে কেন্দ্র করে বারবার অস্বস্তির মুখে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তৃণমূলের নেতা-মন্ত্রীরা গ্রেফতার পর্যন্ত হয়েছেন, সেই সময়ই চিরকুটের চাকরিপ্রাপকদের তালিকা তৈরি করার নির্দেশ নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এদিনের বৈঠকে চিরকুটে চাকরিপ্রাপকদের তালিকা তৈরি করার পাশাপাশি তৃণমূলের শিক্ষা সেলের দায়িত্ব ও শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুকে নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর। রাজনৈতিক মহলের ব্যাখ্যা নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপরেই আস্থা রাখতে চাইছেন। যদিও এই বিষয়ে ব্রাত্য বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।