সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
শূন্যপদের সংখ্যাপ্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৪২০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড |
পদের নাম | লেডি কনস্টেবল |
শূন্যপদের সংখ্যা | ১৪২০ |
কাজের স্থান | পশিচমবঙ্গ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৩ এপ্রিল, ২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২২.০৫.২০২৩ |
বয়সসীমাউল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমাতে শিথিলতা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: DRDO-তে লক্ষ লক্ষ টাকার বেতনের চাকরির সুযোগ! হাতছাড়া করবেন না, আজই আবেদন করুন
আরও পড়ুন: কোল ইন্ডিয়া লিমিটেডের কলকাতা অফিসে দারুণ পদে নিয়োগ, জানুন ও স্বপ্নপূরণ করুন
আবেদনের যোগ্যতাআবেদনকারীদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা তার সমমানের বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের বাংলা ভাষা বলতে, পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে।তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য মহকুমার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।এছাড়াও প্রার্থীদের ফিজিক্যাল এফিটেন্সি টেস্টে উত্তীর্ণ হতে হবে।
নির্বাচন পদ্ধতিপ্রার্থীদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা বা স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি) ও সবশেষে চূড়ান্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।