হোম /খবর /চাকরি /
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৪২ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, সুযোগ কাজে লাগান

Union Bank Jobs: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৪২ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, সুযোগ কাজে লাগান

ইউনিয়ন ব্যাঙ্কে চাকরির সুযোগ

ইউনিয়ন ব্যাঙ্কে চাকরির সুযোগ

Union Bank Jobs: প্রার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

  • Share this:

কলকাতা: সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ভুল 'মাস্টারের' হাত ধরে হাতেখড়ি রাজ্যপালের? বিজেপির তীক্ষ্ণ তিরে পাল্টা আসরে তৃণমূলও!

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসও রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৪২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।চিফ ম্যানেজার (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট): ৩টি পদসিনিয়র ম্যানেজার (ক্রেডিট অফিসার): ৩৪টি পদম্যানেজার (ক্রেডিট অফিসার): ৫টি পদ

আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা:ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নাম:স্পেশালিস্ট অফিসার
শূন্যপদের সংখ্যা:৪২
কাজের স্থান:ভারত
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ:১২.০২.২০২৩

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসও রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতিআবেদনকারী বা যোগ্য প্রার্থীদের সংখ্যার উপর নির্ভর করে অনলাইন সিলেকশন পরীক্ষা বা গ্রুপ ডিসকাশন পরিচালিত হতে পারে অথবা প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমেও নির্বাচন করা যেতে পারে। আবেদনকারীদের অনলাইন পরীক্ষা বা গ্রুপ ডিসকাশনের প্রতিটি পরীক্ষায় (যদি পরিচালিত হয়) কাট-অফ মার্কস অনুযায়ী নির্বাচনের যোগ্যতা অর্জন করতে হবে। মোট ২০০ নম্বরের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফিওবিসি বিভাগের প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং এসসি/ এসটি/ পিডব্লুডি বিভাগের প্রার্থীদের জন্য ১৫০ টাকা আবেদনের ফি ধার্য করা হয়েছে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Bank job, Bank Jobs, Job News