নয়াদিল্লি: সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সেকশন অফিসার সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিবিধ ম্যানেজার পদে নিয়োগ, জানুন বিশদে
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সংস্থা | ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া |
পদের নাম | সেকশন অফিসার সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ২ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৩.০৩.২০২৩ |
সেকশন অফিসার: মূল ক্যাডার বা বিভাগে রেগুলার পদে থাকা কেন্দ্রীয় সরকারের অফিসাররা অথবা পে ম্যাট্রিক্স লেভেল ৭ অনুযায়ী তিন বছরের নিয়মিত পরিষেবা দিয়েছেন এমন অফিসার বা পে ম্যাট্রিক্স লেভেল ৬ অনুযায়ী পাঁচ বছরের নিয়মিত পরিষেবা দিয়েছেন এমন অফিসার অথবা প্রয়োজনীয় অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট গ্রেডে নিয়মিত পদে অধিষ্ঠিত রাজ্য সরকার/পাবলিক সেক্টর আন্ডারটেকিং/স্বায়ত্তশাসিত সংস্থার অফিসাররা আবেদনের যোগ্য।অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: মূল ক্যাডার বা বিভাগে নিয়মিত ভিত্তিতে অনুরূপ পদে অধিষ্ঠিত কেন্দ্রীয় সরকারের অফিসাররা অথবা পে ম্যাট্রিক্স লেভেল ৫ অনুযায়ী তিন বছরের নিয়মিত পরিষেবা দিয়েছেন এমন অফিসার বা পে ম্যাট্রিক্স লেভেল ৪ অনুযায়ী পাঁচ বছরের নিয়মিত পরিষেবা দিয়েছেন এমন অফিসার অথবা পে ম্যাট্রিক্স লেভেল ৩ অনুযায়ী সাত বছরের নিয়মিত পরিষেবা দিয়েছেন এমন প্রার্থীরা বা প্রয়োজনীয় অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট গ্রেডে নিয়মিত পদে অধিষ্ঠিত রাজ্য সরকার/পাবলিক সেক্টর আন্ডারটেকিং/স্বায়ত্তশাসিত সংস্থার অফিসাররা আবেদনের যোগ্য।
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির মহা সুযোগ ছাড়বেন না, ৫০০ কর্মী নিয়োগ চলছে, জেনে নিন কী করতে হবে
আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 3'd Floor, South Wing, Khanija Bhavan, No. 49, Race Course Road, Bengaluru – 560001’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।