হোম /খবর /চাকরি /
UIDAI-এ চাকরির বিরাট সুযোগ! কী ভাবে আবেদন করবেন, জেনে নিন

UIDAI Recruitment 2023: UIDAI-এ চাকরির বিরাট সুযোগ! কী ভাবে আবেদন করবেন, জেনে নিন

UIDAI Recruitment 2023: প্রপার চ্যানেলের মাধ্যমে ই-মেলে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন সাবমিশন প্রসেসের শেষ দিন হল আগামী ১৫ মে, ২০২৩ তারিখ।

  • Share this:

সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) নয়াদিল্লির সদর দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটেশন (ফরেন সার্ভিস টার্ম বেসিস)-এর ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল (টেকনোলজি) পদে নিয়োগের জন্য যোগ্য আধিকারিকদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। প্রপার চ্যানেলের মাধ্যমে ই-মেলে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন সাবমিশন প্রসেসের শেষ দিন হল আগামী ১৫ মে, ২০২৩ তারিখ। আবার ক্যাডার কন্ট্রোলিং অথরিটি/হেড অফ ডিপার্টমেন্টসের ক্ষেত্রে আবেদন ফর্ম জমা করার শেষ দিন হল আগামী ২৯ মে, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল (টেকনোলজি)
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানইউআইডিএআই বেঙ্গালুরু টেকনোলজি সেন্টার
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুইতিমধ্যেই শুরু হয়েছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিবিশদ দেখুন
আবেদনের শেষ তারিখবিশদ দেখুন

বয়সসীমা

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা আবেদনের শেষ দিনের হিসেব অনুযায়ী ৫৬ বছর হতে হবে।

বেতনক্রম

নির্বাচিত ও নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন পে ম্যাট্রিক্সের লেভেল ১২ অনুযায়ী হবে।

আরও পড়ুন: দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ! অবশ্যই জানুন

আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরির বিজ্ঞপ্তি জারি, হাতছাড়া করবেন না এই সুবর্ণ সুযোগ!

নিয়োগের মেয়াদ

পাঁচ বছরের মেয়াদে নিয়োগ করা হবে প্রার্থীদের। তবে লেন্ডিং ডিপার্টমেন্ট যে কোনও অফিসারকে নিয়ম অনুযায়ী তার কম মেয়াদেই অব্যাহতি দেওয়া হতে পারে। সেটাও অবশ্য ৩ বছরের কম হওয়া উচিত নয়।

 

আবেদন পদ্ধতি

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদন ফর্ম পূরণ করে পাঠাতে হবে।

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/03/UIDAI-BTC-ADG-Tech-Recruitment-2023.pdf ক্লিক করতে পারেন।

Published by:Sanchari Kar
First published:

Tags: Central govt jobs