নয়াদিল্লি: সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নয়াদিল্লিতে হেড কোয়ার্টারে ডেপুটেশনের ভিত্তিতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান আর্মিতে জজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চে শর্ট সার্ভিস কমিশন কোর্সে নিয়োগ, জানুন বিশদে
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সংস্থা | টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া |
পদের নাম | পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | নয়াদিল্লি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১০.০৩.২০২৩ |
প্রার্থীদের ২ বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
প্রার্থীদের পে স্কেল লেভেল ৬ অনুযায়ী মাসিক ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা বেতন দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকার/ সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং ও অন্যান্য সরকারি সংস্থার অফিসাররা আবেদনের যোগ্য।সিলেকশন গ্রেডের অফিসার যাঁরা স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ সার্ভিসে রেগুলার সার্ভিস দিয়েছেন এবং যাঁরা পে স্কেল লেভেল ৬ অনুযায়ী কাজ করেছেন তাঁরা আবেদনের যোগ্য।এছাড়াও প্রার্থীদের কম্পিউটারে বিশেষ জ্ঞান থাকা কাম্য।
আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় মেডিক্যাল অ্যাটেনডেন্ট নিয়োগ, জানুন বিশদে
আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
বার্ষিক কনফিডেন্সিয়াল রিপোর্ট/ বার্ষিক পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্টভিজিলেন্স ক্লিয়ারেন্সডিসিপ্লিনারি ক্লিয়ারেন্স/ ক্যাডার ক্লিয়ারেন্স
আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Deputy Advisor (Human Resources), Telecom Regulatory Authority of India, Mahanagar Door Sanchar, Bhawan, J.L. Nehru Marg (Old Minto Road), Next to Zakir Hussain College, New Delhi-110 002’।
এনভেলাপের ওপরে লিখতে হবে, ‘Application for the Post Personal Assistant in TRAI Head Quarter’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।