হোম /খবর /চাকরি /
'আপনার ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে..' বিস্ফোরক বিচারপতি! কার উদ্দেশ্যে এমন মন্তব্য?

SSC Teacher Recruitment Scam: 'আপনার ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে...' বিস্ফোরক বিচারপতি! নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় কার উদ্দেশ্যে এমন মন্তব্য?

কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্ট।

নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই এর উপর তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের ধরণে বিরক্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

  • Share this:

কলকাতা : নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই এর উপর তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের ধরণে বিরক্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। মঙ্গলবার সকালে একটি রিপোর্ট সিল বন্ধ খামে জমা দেয় সিবিআই। সেটির সঙ্গে সিবিআই এর আইনজীবীর সওয়ালের কোনও মিল নেই অথচ তিনি রিপোর্ট দেখেই তা পড়ছেন। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।

বিরক্ত বিচারপতি বসুর মন্তব্য, "দেশের একটা প্রধান তদন্তকারী সংস্থার এমন ভুল কাম্য নয়। সিবিআই এর ফাইল করা রিপোর্টে যা আছে তার চাইতে আইনজীবীর ফাইলে আরও বেশি তথ্য আসছে। এটা কী ভাবে হয়? এটা কি আপনার সিবিআই রেপুটেশন এর সঙ্গে মিল খায়? আপনার ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে। সব পেপার তিনবার চেক করে পাঠান উচিৎ। এত দেরি হচ্ছে কেন? সমাজ থেকে জঞ্জাল সরিয়ে উপযুক্তদের জায়গা করে দিন।"

আরও পড়ুন: ৪০০-র কাছাকাছি ট্রেন বাতিল গোটা দেশে! হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল একগাদা ট্রেন! দেখুন সম্পূর্ণ তালিকা...

আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীর দেওয়া নথি ভুল!' অমর্ত্য সেনের জমি নিয়ে এবার বিস্ফোরক দাবি বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর!

একই সঙ্গে এস এসসির ভূমিকায়ও সরব হন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন, "সব কি আদালতের দায়িত্ব? আপনাকে কেউ ঠকিয়ে চলে গেল। চুপ করে বসে থাকবেন? এত ভয় কেন? যা হয়েছে মুছে এগিয়ে চলুন। নিজের ক্ষমতা কেন প্রয়োগ করছেন না? আপনার চেয়ারম্যানকে বলুন। এদের চাকরি থেকে বরখাস্ত করুন।" আজ শুভময় ভুঁইয়া মামলায় এমন মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মামলায় বৃহস্পতিবার ফের রিপোর্ট দেবে সিবিআই।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: CBI, SSC Recruitment Scam