হোম /খবর /চাকরি /
স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিস্তারিত জানুন

SAIL Recruitment 2023: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিস্তারিত জানতে পড়ুন

আগামী ২৮ মার্চ, ২০২৩ তারিখ, সকাল ৯টা থেকে সকাল ১১টার মধ্যে প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে।

  • Share this:

নয়াদিল্লি:  সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (এসএআইএল)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নার্সিং টিউটর পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আগামী ২৮ মার্চ, ২০২৩ তারিখ, সকাল ৯টা থেকে সকাল ১১টার মধ্যে প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। এই সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:  ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি-তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! মাসিক বেতন লক্ষাধিক! শীঘ্রই আবেদন করুন

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে  ক্লিক করতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাস্টিল অথরিটি অফ ইন্ডিয়া (এসএআইএল)
পদের নামনার্সিং টিউটর
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট ডিগ্রি (১০+২)/ কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এসসি. (নার্সিং)/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (আইএনসি) অ্যাফিলিয়েটেড কলেজ অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিবি বিএসসি (নার্সিং)/ এমএসসি (নার্সিং)-এ ন্যূনতম ২ বছরের শিক্ষকতা অথবা ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের আওতায় প্রার্থীদের রেজিস্ট্রেশন থাকা বাঞ্ছনীয়। সেই সঙ্গে থাকতে হবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেটও।

আরও পড়ুন: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ১ লক্ষেরও বেশি বেতনে অধ্যাপক নিয়োগ, কোথায়? বিশদে জেনে আবেদন করুন

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ

নির্বাচিত প্রার্থীদের ৬ মাসের মেয়াদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে এই মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হতে পারে।

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর।

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম

নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২৫০০০ টাকা।

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

প্রয়োজনীয় নথিপত্রের অরিজিনাল কপি এবং তার ফটোকপি নিয়ে প্রার্থীদের এই ঠিকানায় Confluence, Opp. To Burnpur Post Office, Near Bharti Bhawan, Burnpur-713325, Dt: Paschim Bardhaman, West Bengal উপস্থিত থাকতে হবে।

Published by:Anulekha Kar
First published:

Tags: Central government job, Job Vacancy