হোম /খবর /চাকরি /
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ইয়াং প্রফেশনাল নিয়োগ, জানুন বিশদে

SAI Recruitment 2023: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ইয়াং প্রফেশনাল নিয়োগ, জানুন বিশদে

প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

  • Share this:

    নয়াদিল্লি:  সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইয়াং প্রফেশনাল (জেনারেল) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

    প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

    প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণপ্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

    আরও পড়ুন: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, জানুন বিশদে

    এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

    সংস্থাস্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া
    পদের নামইয়াং প্রফেশনাল (জেনারেল)
    শূন্যপদের সংখ্যা
    কাজের স্থানভারত
    নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
    আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
    শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
    বেতনক্রমবিশদ দেখুন
    আবেদন পদ্ধতিঅনলাইন
    আবেদনের শেষ তারিখ১৫.০২.২০২৩

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদ কাল

    প্রার্থীদের ২ বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

    প্রার্থীদের যে কোনও ডিসিপ্লিন বা বিই বা বি.টেক ডিগ্রি বা ২ বছরের পিজিডিএম বা এমবিবিএস বা এলএলবি বা সিএ বা আইসিডব্লুএ ডিগ্রি থাকতে হবে বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে ৪ বছর বা তার বেশি সময়ের যে কোনও প্রফেশনাল ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।স্পোর্টস ম্যানেজমেন্টে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

    বিজ্ঞপ্তি অনুসারে, সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: কাজের অভিজ্ঞতা

    প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের পর প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

    মাসিক ৫০,০০০-৭০,০০০ টাকা।

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: প্রয়োজনীয় ডকুমেন্টপ্রার্থীর বিবরণজন্ম তারিখের প্রমাণপত্রঅনলাইন আবেদনপত্রের প্রিন্টআউটস্নাতকোত্তর ডিগ্রির মার্ক শিটস্নাতকোত্তর কোর্সের ডিগ্রি সার্টিফিকেটস্নাতক ডিগ্রির মার্ক শীটস্নাতক কোর্সের ডিগ্রি সার্টিফিকেটকাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)শেষ বেতনের স্লিপখেলাধুলায় কৃতিত্ব অর্জনের সমর্থনে ডকুমেন্ট

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

    প্রার্থীকে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।

    এসএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

    প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ই-মেল আইডিতে ncoelkorecruitment@gmail.com পাঠাতে হবে।

    First published:

    Tags: Job alert, Job Vacancy