হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
খড়্গপুরে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা) নিয়োগ, বেতন ও যোগ্যতা জানুন

West Midnapore News: খড়গপুরে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা) নিয়োগ, বেতন ও যোগ্যতা জানুন

পশ্চিম মেদিনীপুরে চাকরি

পশ্চিম মেদিনীপুরে চাকরি

West Midnapore News: বয়স হতে হবে ৪০ বছর (০১.০১.২০২৩)-এর মধ্যে। এসসি/এসটি-দের জন্য পাঁচ বছর এবং ওবিসিদের জন্য তিন বছর ছাড় দেওয়া হবে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

খড়গপুর: আশা কর্মী নিয়োগের পাশাপাশি খড়গপুর মহকুমা শাসকের দফতর থেকে খড়গপুর মহকুমার অধীনে একটি পদের জন্য 'ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা)' নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মহকুমার মাত্র একটি পদের জন্য এই আবেদনের আহ্বান করা হয়েছে।

শূন্যপদ(অসংরক্ষিত): ১জন (খড়গপুর মহকুমা)

মাসিক বেতন: পনের হাজার টাকা (১৫,০০০)

এক বছরের চুক্তিভিত্তিক নিযুক্ত থাকবেন ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা) পদে। পরবর্তীতে বাজেট অনুমোদন ও কর্ম ক্ষমতার উপর ভিত্তি করে রিনিউয়াল হবে।

যোগ্যতা:

১. স্নাতকোত্তর ডিগ্রী- সামাজিক বিজ্ঞান/ সমাজবিদ্যা/ সামাজিক নৃবিজ্ঞান/ সামাজিক কাজ (MSW), MBA / অর্থনীতি/ রুরাল ডেভেলপমেন্ট / মাস কমিউনিকেশন।স্বাস্থ্য প্রজেক্টে ২ বছরের অভিজ্ঞতার সঙ্গে যে কোনও স্নাতক ডিগ্রী

২. আশা প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা থাকবে আবেদনকারীদের।

৩. কম্পিউটারে এমএস অফিস এবং ইন্টারনেটে দক্ষতা থাকতে হবে।

৪. কঠোর পরিশ্রম, যোগাযোগ করবার ক্ষমতা থাকতে হবে আবেদনকারীদের।

৫. আবেদনকারীদের খড়গপুর মহকুমার বাসিন্দা হতে হবে।

৬. শারীরিকভাবে সক্ষম বা প্রতিবন্ধীদের আবেদন বিবেচনা করা হবে না।

আরও পড়ুন: প্রকাশ্য দিবালোকে বেসরকারি ঋণ সংস্থার কর্মীকে গুলি খড়্গপুরে! ঘটনা ঘিরে রহস্য

বয়সসীমা

বয়স হতে হবে ৪০ বছর (০১.০১.২০২৩)-এর মধ্যে। এসসি/এসটি-দের জন্য পাঁচ বছর এবং ওবিসিদের জন্য তিন বছর ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

১. আবেদনকারীদের নোটিফিকেশনে দেওয়া Annexure - A পূরণ করতে হবে। আবেদন এর ফর্মটি www.paschimmedinipur.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে। নীল কিংবা কালো পেন দিয়ে নিজের হাতে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

২. আবেদনটি এসডিও অফিস, খড়গপুরের ড্রপ বক্সে জমা দিতে হবে। অথবা স্পিড পোস্টে পাঠানো যেতে পারে।

৩. আবেদনের শেষ তারিখ ২৫.০৩.২০২৩, বিকেল ৫টা।

৪. আবেদনকারীকে একটি খামের উপরে পরিষ্কারভাবে লিখতে হবে

APPLICATION FOR THE POST OF \"Block Programme Coordinator (ASHA) এবংTo,The Sub-divisional Officer & Member Secretary,Kharagpur Sub DivisionAt - KharagpurP.O - kharagpurDist - Paschim MedinipurPin - 721301

প্রত্যেক প্রার্থী শুধুমাত্র একটি আবেদন পাঠাতে পারবেন একাধিক আবেদন জমা প্রার্থীর জন্য শুধুমাত্র প্রথম আবেদন বিবেচনা করা হবে।

নির্বাচন পদ্ধতি

যোগ্যতা যাচাইয়ের পর লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সমস্ত আবেদনের স্ক্রিনিং লিখিত পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং বিস্তারিত নির্দেশ লেখা একটি পৃথক call letter সকল যোগ্য প্রার্থীকে পাঠানো হবে। ইন্টারভিউয়ের সমযয়ে যোগ্য প্রার্থীদের সকল সার্টিফিকেটের অরিজিনাল দেখা হবে। কোনও ট্রাভেলিং অ্যালাউন্স কিংবা সাম্মানিক খরচ দেওয়া হবে না পরীক্ষার ক্ষেত্রে। আবেদনকারীদের মেধা এবং স্বাস্থ্য প্রজেক্টের উপর দক্ষতা লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের পর নিয়োগ করা হবে।

আরও পড়ুন: মাঠে তাস খেলছিলেন ৮ জন, হঠাৎ নজরে পড়ে পাড়ার ছেলের মৃতদেহ! কুলতলিতে চাঞ্চল্য

আবেদনের সময় বাধ্যতামূলক

১. সেলফ অ্যাটেস্টেড জন্ম তারিখের সার্টিফিকেটের প্রত্যায়িত কপি।

২. বাসস্থানের প্রমাণ হিসেবে ভোটার কার্ড কিংবা রেশন কার্ডের ফোটোকপি

৩. মাধ্যমিক কিংবা সমতূল্য পরীক্ষাযর মার্কশিটের ফোটোকপি

৪. উচ্চ মাধ্যমিক কিংবা সমতূল্য পরীক্ষায় মার্কশিটের ফোটোকপি

৫. স্নাতক পরীক্ষার ফলাফলের ফোটোকপি

৬. স্নাতকোত্তর পরীক্ষার ফলাফলের ফোটোকপি (আবেদনপত্রের উপর নির্ভরশীল)

৭. কম্পিউটার সার্টিফিকেটের ফোটোকপি

৮. অভিজ্ঞতা শংসাপত্রের ফোটোকপি

৯. কাস্ট সার্টিফিকেটের ফোটোকপি

১০. দু'টি পাসপোর্ট সাইজ কালার ছবি একটি ফর্মে লাগাতে হবে।

রঞ্জন চন্দ

Published by:Teesta Barman
First published:

Tags: Job News, West Midnapore news