সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়নি।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) |
পদের নাম | ডেপুটি গভর্নর |
শূন্যপদের সংখ্যা | জানানো হয়নি |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়েছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১০.০৪.২০২৩ |
যোগ্যতা
ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল মার্কেট অপারেশনে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।ফুল টাইম ডিরেক্টর/বোর্ড সদস্য হিসেবে দুর্দান্ত অভিজ্ঞতাও থাকতে হবে।ফিনান্সিয়াল সেক্টরে সিনিয়র লেভেলের সুপারভিশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।ফিনান্সিয়াল পারফরমেন্স ডেটা নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে।পাবলিক পলিসি সংক্রান্ত বিষয়ে শক্তিশালী এবং স্পষ্ট কমিউনিকেশ স্কিল থাকাও বাঞ্ছনীয়।
বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা ২২ জুন, ২০২৩ তারিখের হিসেবে ৬০ বছর হতে হবে।
বেতনক্রম
নির্বাচিত ও নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন পে ম্যাট্রিক্সের লেভেল ১৭ অনুযায়ী হবে ২২৫০০০ টাকা।
নিয়োগের মেয়াদ
তিন বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। তবে যোগ্য প্রার্থীদের এর পরেও পুনর্বহাল করা হতে পারে।
আরও পড়ুন: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকে চাকরির দারুন সুযোগ! সবিস্তার জানতে পড়ুনআরও পড়ুন: দশম শ্রেণী উত্তীর্ণদের জন্য চাকরির দারুণ সুযোগ! দেদার শূন্যপদে নিয়োগ সিআরপিএফ-এ
আবেদন পদ্ধতি
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন ফর্ম পূরণ করে নিজের সিভি, একটি পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্য জরুরি তথ্য-সহ নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে:Shri Sanjay Kumar MishraUnder Secretary (BO.l)Department of Financial ServicesMinistry of Finance. 2nd floorJeevan Deep Building. Parliament StreetNew Delhi – I l0 001Tel: 011- 23747189Email: bol@nic.in
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/03/RBI-Recruitment-2023-4.pdf ক্লিক করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Jobs