সংস্থা: | রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা: | ৯৫০ |
কাজের স্থান: | সারা দেশের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ জোন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। স্নাতক স্তরের পরীক্ষায় সর্বমোটের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পিসি-তে ওয়ার্ড প্রসেসিংয়ের জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন- নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে চাকরির বিরাট সুযোগ, নিয়োগ হবে কলকাতাতেও! জেনে নিন
বয়সসীমা- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২০ বছর। বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর।
নিয়োগের পদ্ধতি- প্রার্থীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রথমে ১০০ নম্বরের আরবিআই অ্যাসিস্ট্যান্ট প্রিলিমস পরীক্ষা হবে। এর পরে নেওয়া হবে ২০০ নম্বরের আরবিআই অ্যাসিস্ট্যান্ট মেইনস পরীক্ষা। মূল অন-লাইন পরীক্ষার মাধ্যমে শর্টলিস্ট করা প্রার্থীদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (এলপিটি) দিতে হবে।
আবেদন পদ্ধতি- আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে opportunities.rbi.org.in যেতে হবে। ‘কারেন্ট ভ্যাকেন্সিস’-এর পরে ‘ভ্যাকেন্সিস’-এ ক্লিক করতে হবে। ‘রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট’-এ যেতে হবে। পোস্টের জন্য রেজিস্টার করতে হবে।রেজিস্ট্রেশনের পরে নির্দেশিকা মেনে স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফর্মে অন্যান্য তথ্য পূরণ করতে হবে। ‘ফাইনাল সাবমিট’-এর আগে প্রিভিউ ট্যাবে ক্লিক করে গোটা আবেদন পত্রটির প্রিভিউ দেখে ভেরিফাই করে নিতে হবে। প্রয়োজন হলে তথ্য সংশোধন করে, ছবিটা ঠিক আছে কি না দেখে নিয়ে ‘ফাইনাল সাবমিট’-এ ক্লিক করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।