হোম /খবর /চাকরি /
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে চাকরির বিরাট সুযোগ! নিয়োগ হবে কয়েকশো পদে

RBI Assistant Recruitment 2023: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে চাকরির বিরাট সুযোগ! নিয়োগ হবে কয়েকশো পদে

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে চাকরির বিরাট সুযোগ

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে চাকরির বিরাট সুযোগ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মার্চ-এপ্রিলে হবে আবেদন প্রক্রিয়া। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

  • Share this:
নয়াদিল্লি: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। আরবিআই অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মার্চ-এপ্রিলে হবে আবেদন প্রক্রিয়া। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। আরও পড়ুন- রেল মন্ত্রকে চাকরির সুবর্ণ সুযোগ! বিস্তারিত জেনে নিন শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ- প্রতিষ্ঠানের তরফে ৯৫০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)
পদের নাম:অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা:৯৫০
কাজের স্থান:সারা দেশের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ জোন
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন

শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। স্নাতক স্তরের পরীক্ষায় সর্বমোটের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পিসি-তে ওয়ার্ড প্রসেসিংয়ের জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

আরও পড়ুন- নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে চাকরির বিরাট সুযোগ, নিয়োগ হবে কলকাতাতেও! জেনে নিন

বয়সসীমা- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২০ বছর। বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর।

নিয়োগের পদ্ধতি- প্রার্থীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রথমে ১০০ নম্বরের আরবিআই অ্যাসিস্ট্যান্ট প্রিলিমস পরীক্ষা হবে। এর পরে নেওয়া হবে ২০০ নম্বরের আরবিআই অ্যাসিস্ট্যান্ট মেইনস পরীক্ষা। মূল অন-লাইন পরীক্ষার মাধ্যমে শর্টলিস্ট করা প্রার্থীদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (এলপিটি) দিতে হবে।

আবেদন পদ্ধতি- আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে opportunities.rbi.org.in যেতে হবে। ‘কারেন্ট ভ্যাকেন্সিস’-এর পরে ‘ভ্যাকেন্সিস’-এ ক্লিক করতে হবে। ‘রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট’-এ যেতে হবে। পোস্টের জন্য রেজিস্টার করতে হবে।রেজিস্ট্রেশনের পরে নির্দেশিকা মেনে স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফর্মে অন্যান্য তথ্য পূরণ করতে হবে। ‘ফাইনাল সাবমিট’-এর আগে প্রিভিউ ট্যাবে ক্লিক করে গোটা আবেদন পত্রটির প্রিভিউ দেখে ভেরিফাই করে নিতে হবে। প্রয়োজন হলে তথ্য সংশোধন করে, ছবিটা ঠিক আছে কি না দেখে নিয়ে ‘ফাইনাল সাবমিট’-এ ক্লিক করতে হবে।

Published by:Sayani Rana
First published: