সম্প্রতি নর্দার্ন রেলওয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তির ভিত্তিতে পার্ট-টাইম ডেন্টাল সার্জন নিয়োগ করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের ১ বছরের মেয়াদের জন্য নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা নর্দার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন প্রার্থীরা।
প্রতিষ্ঠানের তরফে ১টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সংস্থা | নর্দার্ন রেলওয়ে |
পদের নাম | পার্টটাইম ডেন্টাল সার্জন |
শূন্য পদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ফিরোজপুর |
নিয়োগের ধরন | চুক্তিভিত্তিক |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
প্রার্থী নির্বাচন পদ্ধতি | ওয়াক-ইন ইন্টারভিউ |
ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ | ২৮.০২.২০২৩ |
প্রার্থীদের ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া/ডেন্টাল কাউন্সিল অফ স্টেটের রেজিস্ট্রেশন-সহ ইন্টার্নশিপ-সহ বিডিএস অথবা স্নাতকোত্তর (এমডিএস) ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। সরকারি এবং নামকরা বেসরকারি হাসপাতালে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
নর্দার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩-এর বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচিত প্রার্থী মাসিক বেতন হিসেবে পাবেন ৩৬৯০০ টাকা।
বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচিত প্রার্থীকে ১ বছরের জন্য নিয়োগ করা হবে।
আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল এবং এইচসি নিয়োগ, বয়সসীমা কত? জানুন বিশদে
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৫৩ বছর।
প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে চাকরির সুবর্ণ সুযোগ! দেরি না করে আজই আবেদন করুন, রইল প্রক্রিয়া
নর্দার্ন রেলওয়ে রিক্রুটমেন্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে সকাল ১০টায় Divisional Railway, Manager office, Firozpur - এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs, Job News