হোম /খবর /চাকরি /
মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং অন্ত্রেপ্রেনরশিপে চাকরির দুর্দান্ত সুযোগ!

Ministry Of Skill Development & Entrepreneurship Recruitment 2023: আর মাত্র ৪ দিন! না-হলে হাতছাড়া হয়ে যাবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং অন্ত্রেপ্রেনরশিপে চাকরির দুর্দান্ত সুযোগ

আর মাত্র ৪ দিন! না-হলে হাতছাড়া হয়ে যাবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং অন্ত্রেপ্রেনরশিপে চাকরির দুর্দান্ত সুযোগ

আর মাত্র ৪ দিন! না-হলে হাতছাড়া হয়ে যাবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং অন্ত্রেপ্রেনরশিপে চাকরির দুর্দান্ত সুযোগ

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

  • Share this:

নয়াদিল্লি: সম্প্রতি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ (এমএসডিই)-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টর পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী এবং অভিজ্ঞ প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! সবিস্তার জানতে পড়ুন

মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে  ক্লিক করতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থামিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ (এমএসডিই)
পদের নামডিরেক্টর
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ১৩.০৩.২০২৩

মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ল/ ইকোনমিকস/ কমার্স/ ফিনান্স ও অ্যাকাউন্টস-সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ সিএ/ সিএস/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট-এ স্নাতক ডিগ্রি অথবা এমবিএ অথবা সমতুল্য ইউজি/ পিজি ডিগ্রি থাকতে হবে।স্কিলিং/ ট্রেনিং/ ভোকেশনাল এডুকেশন অথবা স্কিল ইকো-সিস্টেমের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিনান্সে অভিজ্ঞতা থাকতে হবে।লিখিত ও মৌখিক ভাবে ব্যতিক্রমী জনসংযোগ এবং প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে। কম্পিউটারে কাজের জ্ঞান থাকা উচিত।

মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম

নির্বাচিত প্রার্থীরা পে-ম্যাট্রিক্স লেভেল ১৩ অনুযায়ী বেতন পাবেন। প্রার্থীদের মাসিক বেতন হবে ১২৩১০০ টাকা - ২১৫৯০০ টাকার মধ্যে।

আরও পড়ুন: কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ স্নাতকোত্তরের পর, জেনে নিন বিস্তারিত

মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

এই পদের জন্য আবেদনের শেষ দিন অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৫৬ বছর হতে হবে।

মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ রিক্রুটমেন্ট ২০২৩: ডেপুটেশনের সময়কাল

প্রার্থীদের প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। এর পর এনসিভিইটি-র প্রয়োজনীয়তা এবং নিয়ম অনুযায়ী ডেপুটেশনের সময়কাল বাড়ানো হবে।

মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

আবেদন ফর্ম পূরণ করে সেলফ-অ্যাটেস্ট করা জরুরি নথিপত্র-সহ প্রার্থীদের এই ঠিকানায় Deputy Director (Admn), National Council for Vocational Education & Training Kaushal Bhawan, B-2, Pusa Road, Karol Bagh, New Delhi – 110005 পাঠাতে হবে।

Published by:Anulekha Kar
First published:

Tags: Job alert, Job Vacancy