হোম /খবর /চাকরি /
মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং ও ওয়াটারওয়েসে নিয়োগ! আজই আবেদন করুন, জানুন বিশদে

Ministry of Ports, Shipping and Waterways Recruitment 2023: মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং ও ওয়াটারওয়েসে নিয়োগ! আজই আবেদন করুন, জানুন বিশদে

Ministry of Ports, Shipping and Waterways Recruitment 2023: প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

  • Share this:

    সম্প্রতি মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং ও ওয়াটারওয়েসের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নটিক্যাল অ্যাডভাইজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং ও ওয়াটারওয়েসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

     আবেদনের তারিখ

    প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ৪ জানুয়ারি, ২০২৩ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

    শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

    প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

    এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

    সংস্থাসম্প্রতি মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং ও ওয়াটারওয়েস
    পদের নামনটিক্যাল অ্যাডভাইজার
    শূন্যপদের সংখ্যা
    কাজের স্থানমুম্বই
    নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
    আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
    শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
    বেতনক্রমবিশদ দেখুন
    আবেদন পদ্ধতিঅফলাইন
    আবেদনের শেষ তারিখবিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে

     মেয়াদকালপ্রার্থীদের ৫ বছরের জন্য নিয়োগ করা হবে।

    বেতন

    পে স্কেল লেভেল ১৫ অনুযায়ী ৬৭০০০- ৭৯০০০ টাকা বেতন দেওয়া হবে।

    আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ হলেই মিলবে প্রায় লাখের কাছাকাছি বেতন! বিএসএফ-এ চাকরির বড় সুযোগ

    আরও পড়ুন: নাবিক হিসেবে চাকরির সুবর্ণ সুযোগ! দেখে নিন যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি

     আবেদনের যোগ্যতা

    পেরেন্ট ক্যাডার বা অনুরূপ বিভাগে পে ব্যান্ড-৪ অনুযায়ী ৩ বছরের নিয়মিত পরিষেবা দিয়েছেন এমন প্রার্থীবিদেশগামী মারচেন্ট শিপ ইন্সপেকশনে ১২ বছরের এক্সট্রা মাস্টার্স কম্পিটেন্সিস্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাওয়ার্ডেড ম্যারিটাইম অ্যাফেয়ার্সে মাস্টার্স ডিগ্রিডেক অফিসার হিসাবে ৫ বছরের অভিজ্ঞতা

     

    বয়সসীমা

    সর্বোচ্চ ৫৬ বছর।

    প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/02/Ministry-of-Ports-Shipping-and-Waterways-Recruitment-2023.pdf ক্লিক করতে পারেন।

    First published:

    Tags: Central govt jobs, Job News, Jobs