হোম /খবর /চাকরি /
সুখবর! আবেদনের সময়সীমা বাড়াল মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স

Ministry of Corporate Affairs Recruitment 2023: আবেদনকারীদের জন্য সুখবর! আবেদনের সময়সীমা বাড়াল মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে আগামী ১ মে, ২০২৩ তারিখ।

  • Share this:

নয়াদিল্লি: সম্প্রতি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেম্বার ইন দ্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করে হয়েছে। ফলে আগ্রহী আবেদনকারীদের জন্য নিঃসন্দেহে এটা খুবই ভাল খবর। ফলে আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে আগামী ১ মে, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়ের অধীনে চাকরির সুযোগ! কী ভাবে আবেদন করবেন, জেনে নিন

মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থামিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স
পদের নামমেম্বার ইন দ্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া শূন্যপদের সংখ্যা: ৩
কাজের স্থানসিসিআই দিল্লি/এনসিআর
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ০১.০৫.২০২৩

মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমাআবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৬৫ বছর।

আরও পড়ুন: ইন্ডিয়ান আর্মিরতে নিয়োগের বিরাট সুযোগ! বিস্তারিত দেখে নিন

মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রমনিযুক্ত প্রার্থীরা মাসিক ৪০০০০০ টাকা বেতন পাবেন।

মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতিআগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে এই ঠিকানায় Shri Harsha N. Hedaoo, Under Secretary, Ministry of Corporate Affairs, Room No. 520, ‘A’ Wing, 5th Floor, Shastri Bhawan, Dr. Rajendra Prasad Road, New Delhi – 110 001 পাঠাতে পারেন।

First published:

Tags: Job alert, Job Vacancy