নিউটাউন: কর্মসংস্থান সুনিশ্চিত করতে নিউটাউনের রোজগার মেলা। আর সেখানেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকারের উপস্থিতিতে ১৩৫ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।
মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কলকাতার রাজারহাট নিউটাউনে স্টেট ব্যাঙ্ক ইনস্টিটিউট অফ লিডারশিপে যে মেলা আয়োজন করা হল, সেখানে আয়কর দফতরের পাশাপাশি বিভিন্ন দফতরে প্রার্থীরা চাকরি পেয়েছেন, সেই সব দফতরের আধিকারিকরা এসেছিলেন। আয়কর দফতর, সিকিম ইএসআই কর্পোরেশন, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স, জলশক্তি দফতর, বিএসএফ, জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া, রেল, ইপিএফ তার মধ্যে অন্যতম।
আরও পড়ুনঃ মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, আজই আবেদন করুন, জানুন বিশদে
এ ছাড়াও সুভাষ সরকার আরও বলেন, ১০ লক্ষ সরকারি চাকরির কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। উনি যা বলেন, তাই করেন। চাকরি এত সুন্দরভাবে প্রার্থীরা পেয়েছেন, দেখে মনে হচ্ছিল ইউনিভার্সিটি কনভোকেশন হচ্ছে। কর্মযোগী পোটাল লঞ্চ হয়েছিল, সেই পোর্টালের মাধ্যমে প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারবে।
রাজ্যে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি প্রকাশ্যে আসছে, সেই প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, কেন্দ্রীয় সরকার পারদর্শিতার সঙ্গে কাজ করছে। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কারা নিয়োগ হচ্ছেন। পশ্চিমবঙ্গে সরকার যা কিছু দুর্নীতি করেছে সেগুলো নিশ্চিত ভাবে প্রকাশ পাবে, এই বিশ্বাস আমাদের আছে।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central government job, Job News 2023, Jobs