হলদিয়া: আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? সঙ্গে আই টি আই-এর ডিগ্রি আছে? তাহলে আপনার জন্যই কাজের সুযোগ রয়েছে হলদিয়া শিল্পাঞ্চল শহরে। হলদিয়ার একটি স্বনামধন্য ভোজ্য তেল সংস্থার কারখানাতে কর্মী নিয়োগ চলছে। চুক্তিভিত্তিক এই কর্মী নিয়োগ হবে। হলদিয়ার জনপ্রিয় ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থা ইমামি এগ্রোটেক লিমিটেডে চুক্তি ভিত্তিতে নিয়োগ হচ্ছে বেশ কয়েকজন কর্মী। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হলদিয়ার সরকারি জব পোর্টাল Haldia Job Vacancy-তে।
এই কাজের জন্য অফলাইনে অর্থাৎ হাতে হাতে আবেদন করা যাবে। কারখানার কাজের প্রয়োজনে দ্রুত এই শূন্যপদগুলিতে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা নিম্নলিখিত কাজের উপযুক্ত তাঁরা যত দ্রুতই আবেদন জমা করুন। নিম্নলিখিত কাজের জন্য চুক্তিভিত্তিক লোক নিয়োগ হচ্ছে কারখানাতে। বিস্তারিত জানতে www.tddc.in এই লিংকে ক্লিক করুন।
আরও পড়ুন: মাধ্যমিকের আগে অঙ্ক পরীক্ষার ভয় দূর করুন, রইল শেষ মুহূর্তের টিপস
কাজের নাম:প্যাকিং সেকশন অপারেটার
নিয়োগকারী সংস্থা: The Dream Development Company
কাজের সাইট: ইমামি এগ্রোটেক লিমিটেড, হলদিয়া
শূন্যপদ: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ, সেই সঙ্গে আইটিআই পাশ হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
ক) টিন ফাইলিং মেশিন যেমন ওলুসুম, স্প্যানপাক, ম্যাক্রো লেবেলিং মেশিন।
খ) পাউচ ফিলিং মেশিন যেমন অরবিন্দ, সমরপান ৪০ এবং ৫০।
গ) বোতল প্ল্যান্ট মেশিন যেমন ব্লোয়িং অ্যান্ড ফিলিং কম্বি টেক লং মেশিন, লেবেলার দিভাইদার টেক লং মেশিন, পিক অ্যান্ড প্লেস মেশিন, লামারকার লেজার, ডোমিনো লেজার, কন্ট্রোল প্রিন্ট লেজার এবং ডোমিনো কার্টন প্রিন্টার।
আরও পড়ুন: মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার রাইটিং সেকশনের প্রস্তুতি নেওয়া জরুরি, জানুন সহজ টিপস
অভিজ্ঞতা: অন্ততপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
বয়স: ১৮ থেকে ৪০ বছর।
কাজের শ্রেণী: চুক্তিভিত্তিক।
আবেদনের শেষ দিন: ৭ ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২ টো পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে হবে।
উপরোক্ত কাজের জন্য পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার আগ্রহী প্রার্থীরা অগ্রাধিকার পাবে। তাহলে আর দেরি না দ্রুতই আবেদন করুন।
সৈকত শী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Midnapore News, Job News